শুক্রবার ১২ ডিসেম্বর ২০২৫, অগ্রাহায়ণ ২৭ ১৪৩২, ২১ জমাদিউস সানি ১৪৪৭

ব্রেকিং

তফসিল ঘোষণা: সংসদ নির্বাচন ও গণভোট ১২ ফেব্রুয়ারি গণঅধিকারের সঙ্গে আসিফের ‘আলাপ’, মাহফুজের খবর নেই তারেক রহমানের ফেরার দিন যেন বাংলাদেশ কেঁপে ওঠে: ফখরুল ডেঙ্গুতে ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৪১১ শুক্রবার থেকে সারাদেশে নামছে নির্বাহী ম্যাজিস্ট্রেট রাখাইনে ‘হাসপাতালে মিয়ানমার জান্তার বিমান হামলায়’ নিহত অন্তত ৩০ সরকারি ব্যয় সংকোচনে ‘কিছুটা সফল’: ইলন মাস্ক গুলশানে ফ্ল্যাট জালিয়াতি : টিউলিপ সিদ্দিকের বিরুদ্ধে দুদকের চার্জশিট স্কুলে হিজাব নিষিদ্ধ করতে যাচ্ছে অস্ট্রিয়া রোজা সামনে রেখে খেজুর আমদানিতে শুল্ক কমল চিকিৎসায় ‘রেসপন্স’ করছেন খালেদা জিয়া গোপালগঞ্জে কভার্ড ভ্যান চাপায় মোটরসাইকেল চালক নিহত ধনীদের জন্য চালু হল ট্রাম্পের ‘গোল্ড কার্ড’ ভিসা চীন-রাশিয়ার যৌথ যুদ্ধবিমান টহলে জাপান-ন্যাটো’র গভীর উদ্বেগ

আন্তর্জাতিক

হাইতির অপরাধীদের নিয়ন্ত্রণে কেনিয়া আরও পুলিশ মোতায়েন করলো

 প্রকাশিত: ১৩:০৩, ৯ ডিসেম্বর ২০২৫

হাইতির অপরাধীদের নিয়ন্ত্রণে কেনিয়া আরও পুলিশ মোতায়েন করলো

কেনিয়া গতকাল সোমবার হাইতিতে তাদের মিশন শেষ করে আইন প্রয়োগকারী সংস্থাগুলোকে স্বস্তি দেওয়ার জন্য শত শত অতিরিক্ত পুলিশ কর্মকর্তা মোতায়েন করেছে, যাতে দ্বীপটির গ্যাংগুলোর ওপর চাপ বজায় রাখা যায়। দেশটির চলমান রাজনৈতিক ও নিরাপত্তা সংকট অব্যাহত রয়েছে।

খবর বার্তা সংস্থা এএফপি’র।

দীর্ঘদিন ধরেই অপরাধী গ্যাংগুলো হাইতিতে বিরূপ প্রভাব বিস্তার করে আসছে। যা ২০২৪ সালের শুরুতে তখনকার প্রধানমন্ত্রী অ্যারিয়েল হেনরি পদত্যাগের পর থেকে আরও খারাপ হয়ে গেছে।

জাতিসংঘের অনুমান, সশস্ত্র গোষ্ঠীগুলো এখন রাজধানী পোর্ট-অ-প্রিন্সের ৯০ শতাংশ নিয়ন্ত্রণ করছে, যেখানে দীর্ঘস্থায়ী রাজনৈতিক অস্থিরতার মধ্যে খুন, ধর্ষণ, লুটপাট এবং অপহরণ ব্যাপকভাবে ছড়িয়ে পড়েছে।

হাইতিতে অতিরিক্ত চাপের মধ্যে থাকা পুলিশকে সহায়তার জন্য, জাতিসংঘ নিরাপত্তা পরিষদ ২০২৩ সালে কেনিয়ার নেতৃত্বে দেশটিতে একটি বহুজাতিক নিরাপত্তা মিশন পাঠানোর অনুমোদন দেয়। 

তবে, অপর্যাপ্ত সরঞ্জাম এবং তহবিলহীন এই দল প্রত্যাশিত ২ হাজার ৫শ’ পুলিশের মধ্যে মাত্র ১ হাজার কর্মকর্তা রয়েছে। বিশাল চ্যালেঞ্জ মোকাবিলায় এখনও ব্যর্থ হয়েছে।

হাইতি সরকারের একটি সূত্র এএফপিকে জানিয়েছে, গতকাল সোমবার ২৩০ জন কেনিয়ান পুলিশ কর্মকর্তা হাইতিতে পৌঁছেছেন এবং আরও ১০০ জন তাদের মিশন শেষ করেছেন।

সেপ্টেম্বরের শেষের দিকে, জাতিসংঘ নিরাপত্তা পরিষদ হাইতিতে আরও শক্তিশালী একটি গ্যাংবিরোধী বাহিনী গঠনের অনুমোদন দিয়েছে।

আমেরিকা মহাদেশের সবচেয়ে দরিদ্র দেশ হাইতি, গত নয় বছর ধরে নির্বাচন আয়োজন করেনি।