শুক্রবার ১২ ডিসেম্বর ২০২৫, অগ্রাহায়ণ ২৭ ১৪৩২, ২১ জমাদিউস সানি ১৪৪৭

ব্রেকিং

তফসিল ঘোষণা: সংসদ নির্বাচন ও গণভোট ১২ ফেব্রুয়ারি গণঅধিকারের সঙ্গে আসিফের ‘আলাপ’, মাহফুজের খবর নেই তারেক রহমানের ফেরার দিন যেন বাংলাদেশ কেঁপে ওঠে: ফখরুল ডেঙ্গুতে ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৪১১ শুক্রবার থেকে সারাদেশে নামছে নির্বাহী ম্যাজিস্ট্রেট রাখাইনে ‘হাসপাতালে মিয়ানমার জান্তার বিমান হামলায়’ নিহত অন্তত ৩০ সরকারি ব্যয় সংকোচনে ‘কিছুটা সফল’: ইলন মাস্ক গুলশানে ফ্ল্যাট জালিয়াতি : টিউলিপ সিদ্দিকের বিরুদ্ধে দুদকের চার্জশিট স্কুলে হিজাব নিষিদ্ধ করতে যাচ্ছে অস্ট্রিয়া রোজা সামনে রেখে খেজুর আমদানিতে শুল্ক কমল চিকিৎসায় ‘রেসপন্স’ করছেন খালেদা জিয়া গোপালগঞ্জে কভার্ড ভ্যান চাপায় মোটরসাইকেল চালক নিহত ধনীদের জন্য চালু হল ট্রাম্পের ‘গোল্ড কার্ড’ ভিসা চীন-রাশিয়ার যৌথ যুদ্ধবিমান টহলে জাপান-ন্যাটো’র গভীর উদ্বেগ

আন্তর্জাতিক

লেবাননে হিজবুল্লাহর স্থাপনায় হামলার দাবি ইসরাইলি সেনাবাহিনীর

 আপডেট: ১২:৫৫, ৯ ডিসেম্বর ২০২৫

লেবাননে হিজবুল্লাহর স্থাপনায় হামলার দাবি ইসরাইলি সেনাবাহিনীর

ইসরাইলের সেনাবাহিনী জানিয়েছে, তারা মঙ্গলবার দক্ষিণ লেবাননে একটি প্রশিক্ষণ কম্পাউন্ড এবং হিজবুল্লাহ’র পরিচালিত অন্যান্য স্থাপনা লক্ষ্য করে বিমান হামলা চালিয়েছে।

ইসরাইলি সেনাবাহিনী এক বিবৃতিতে জানিয়েছে, ‘কিছুক্ষণ আগে, আইডিএফ (ইসরাইলি সামরিক বাহিনী) দক্ষিণ লেবাননের বেশ কয়েকটি এলাকায় হিজবুল্লাহ সন্ত্রাসী সংগঠনের অবকাঠামোতে হামলা চালিয়েছে।’

খবর বার্তা সংস্থা এএফপি’র।

ইসরাইলি সামরিক বাহিনী দাবি করেছে যে, তারা সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর গুরুত্বপূর্ণ অবকাঠামো লক্ষ্য করে এসব হামলা পরিচালনা করেছে। এই অবকাঠামোগুলো হিজবুল্লাহর 'রাদওয়ান ফোর্স' প্রশিক্ষণ হিসাবে ব্যবহার করত বলে দাবি করা হয়েছে।

বিবৃতিতে  আরও বলা হয়েছে, ‘যেসব লক্ষ্যবস্তুতে হামলা চালানো হয়েছে হিজবুল্লাহ এই স্থানগুলো ব্যবহার করে ইসরাইলের বিরুদ্ধে হামলার পরিকল্পনা করত ও সেগুলো বাস্তবায়ন করত।

এতে আরও বলা হয়েছে, ‘ইসরাইল রাষ্ট্রের বিরুদ্ধে আক্রমণের প্রস্তুতির জন্য পরিচালিত সামরিক প্রশিক্ষণের লক্ষ্যবস্তু এবং ইসরাইল রাষ্ট্রের জন্য হুমকিস্বরূপ।’ 

২০২৪ সালের নভেম্বরে ইসরাইল এবং ইরান-সমর্থিত গোষ্ঠীর মধ্যে এক বছরেরও বেশি সময় ধরে চলা যুদ্ধবিরতি শেষ হওয়ার কথা থাকলেও, ইসরাইল লেবাননে হামলা চালিয়ে যাচ্ছে এবং দক্ষিণ লেবাননের পাঁচটি এলাকায় সেনা মোতায়েন করেছে।

মার্কিন যুক্তরাষ্ট্রের তীব্র চাপ এবং ইসরাইলি হামলার আশঙ্কার মুখে, লেবাননের সরকার হিজবুল্লাহকে নিরস্ত্র করার প্রতিশ্রুতি দিয়েছে এবং সেনাবাহিনী দেশের বাকি অংশে অভিযান চালানোর আগে বছরের শেষ নাগাদ সীমান্তের কাছে হিজবুল্লাহর সামরিক অবকাঠামো ভেঙে ফেলার জন্য প্রস্তুত রয়েছে।

শনিবার, জাতিসংঘ নিরাপত্তা পরিষদের একটি প্রতিনিধিদল সব পক্ষকে  যুদ্ধবিরতি বজায় রাখার আহ্বান জানিয়েছে।