শুক্রবার ১২ ডিসেম্বর ২০২৫, অগ্রাহায়ণ ২৭ ১৪৩২, ২১ জমাদিউস সানি ১৪৪৭

ব্রেকিং

তফসিল ঘোষণা: সংসদ নির্বাচন ও গণভোট ১২ ফেব্রুয়ারি গণঅধিকারের সঙ্গে আসিফের ‘আলাপ’, মাহফুজের খবর নেই তারেক রহমানের ফেরার দিন যেন বাংলাদেশ কেঁপে ওঠে: ফখরুল ডেঙ্গুতে ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৪১১ শুক্রবার থেকে সারাদেশে নামছে নির্বাহী ম্যাজিস্ট্রেট রাখাইনে ‘হাসপাতালে মিয়ানমার জান্তার বিমান হামলায়’ নিহত অন্তত ৩০ সরকারি ব্যয় সংকোচনে ‘কিছুটা সফল’: ইলন মাস্ক গুলশানে ফ্ল্যাট জালিয়াতি : টিউলিপ সিদ্দিকের বিরুদ্ধে দুদকের চার্জশিট স্কুলে হিজাব নিষিদ্ধ করতে যাচ্ছে অস্ট্রিয়া রোজা সামনে রেখে খেজুর আমদানিতে শুল্ক কমল চিকিৎসায় ‘রেসপন্স’ করছেন খালেদা জিয়া গোপালগঞ্জে কভার্ড ভ্যান চাপায় মোটরসাইকেল চালক নিহত ধনীদের জন্য চালু হল ট্রাম্পের ‘গোল্ড কার্ড’ ভিসা চীন-রাশিয়ার যৌথ যুদ্ধবিমান টহলে জাপান-ন্যাটো’র গভীর উদ্বেগ

আন্তর্জাতিক

বেনিনে সেনা হস্তক্ষেপের বিষয়টি নিশ্চিত করল নাইজেরিয়া

 প্রকাশিত: ১৩:২২, ৮ ডিসেম্বর ২০২৫

বেনিনে সেনা হস্তক্ষেপের বিষয়টি নিশ্চিত করল নাইজেরিয়া

প্রতিবেশী বেনিনে সেনা অভ্যুত্থানের চেষ্টা ঘিরে উত্তেজনার মধ্যে দেশটিতে সামরিক হস্তক্ষেপের বিষয়টি নিশ্চিত করেছে নাইজেরিয়ার প্রেসিডেন্ট কার্যালয়।

আবুজা থেকে এএফপি এ খবর জানায়।

প্রেসিডেন্ট কার্যালয় জানায়, রোববার রাষ্ট্রীয় টেলিভিশনে একদল সৈন্য অভ্যুত্থানের ঘোষণা দেওয়ার পর বেনিন সরকার জরুরি ভিত্তিতে নাইজেরিয়ার কাছে সহযোগিতা চায়। বেনিনের দুটি অনুরোধের জবাবে প্রেসিডেন্ট বোলা টিনুবু নাইজেরিয়ান এয়ার ফোর্সকে দেশের আকাশসীমায় প্রবেশ করে  ‘ন্যাশনাল টিভি ভবন ও যে সামরিক ক্যাম্পে বিদ্রোহীরা জড়ো হয়েছিল, সেখান থেকে তাদের সরিয়ে দিতে’ নির্দেশ দেন।

বেনিন সরকার জানায়, তারা অভ্যুত্থানের চেষ্টা নস্যাৎ করেছে।

নাইজেরিয়ার পক্ষ থেকে বলা হয়, বেনিনের পররাষ্ট্র মন্ত্রণালয় ‘তাৎক্ষণিক বিমান সহায়তা’ চেয়েছে। মন্ত্রণালয়ের নোটে পরিস্থিতির ‘জরুরি ও গুরুতর’ অবস্থা এবং সাংবিধানিক শৃঙ্খলা, জাতীয় প্রতিষ্ঠান ও জননিরাপত্তা রক্ষার প্রয়োজনীয়তার কথা উল্লেখ করা হয়।

বেনিন নাইজেরিয়ার যুদ্ধবিমানকে নিজেদের আকাশসীমায় টহল ও দ্রুত অভিযান পরিচালনার অনুমতিও দেয়, তবে তা বেনিনের নেতৃত্বাধীন সমন্বয়ের অধীনে। শুধুমাত্র বেনিন কমান্ড কর্তৃপক্ষ অনুমোদিত মিশনে, সাংবিধানিক প্রতিষ্ঠান রক্ষা ও অস্ত্রধারী গ্রুপগুলোকে নিয়ন্ত্রণে সহায়তার জন্যপাশাপাশি তারা নাইজেরিয়ার স্থলবাহিনীও চায়।

টিনুবু বলেন, তার বাহিনী ইকোয়াসের গণতন্ত্র ও সুশাসন সংক্রান্ত প্রোটোকলের মধ্যেই দায়িত্ব পালন করেছে। তারা একটি প্রতিবেশী দেশকে স্থিতিশীল রাখতে ভূমিকা রেখেছে ।

আঞ্চলিক জোট ইকোয়াস এর আগে জানিয়েছিল, অভ্যুত্থান চেষ্টা মোকাবিলায় সহায়তা করতে নাইজেরিয়া, সিয়েরা লিওন, আইভরি কোস্ট ও ঘানার সৈন্যদের বেনিনে পাঠানো হচ্ছে।