শুক্রবার ২৮ নভেম্বর ২০২৫, অগ্রাহায়ণ ১৪ ১৪৩২, ০৭ জমাদিউস সানি ১৪৪৭

ব্রেকিং

সম্পদের প্রতি শেখ হাসিনার ‘এত লোভ’! বিস্মিত বিচারক হাসিনার পক্ষে আদালতে লড়বেন না জেড আই খান পান্না ঢাকায় মৃদু ভূমিকম্প ডেঙ্গু: ২৪ ঘণ্টায় আরো ৭ জনের মৃত্যু ভোটের মাঠে তিন স্তরে নিরাপত্তা, সেনা থাকবে ম্যাজিস্ট্রেসি ক্ষমতাসহ দুটি ট্রলারসহ আরও ১২ জেলেকে ধরে নিয়ে গেল আরাকান আর্মি হাসিনা পরিবারের রায়ে হতাশ দুদক ইন্দোনেশিয়ার বন্যা ও ভূমিধসে মৃতের সংখ্যা বেড়ে ১৯ ইন্দোনেশিয়ার পশ্চিমাঞ্চলে ৬.৬ মাত্রার ভূমিকম্প শ্রীলঙ্কায় বন্যা ও ভূমিধসে কমপক্ষে ৩১ জনের মৃত্যু প্লট দুর্নীতির মামলায় শেখ হাসিনা ও দুই সন্তানের সাজা লঘুচাপ পরিণত নিম্নচাপে, বন্দরে সংকেত হোয়াইট হাউজের কাছে ২ ন্যাশনাল গার্ড সদস্য গুলিবিদ্ধ, অবস্থা সঙ্কটজনক হংকংয়ে বহুতল আবাসিক ভবনে আগুন: মৃত্যু বেড়ে ৪৪, নিখোঁজ ২৭৯

ইসলাম

রাসূল সাঃ এর সুন্নাতের অনুকরণে ঈদুল আযহা

 প্রকাশিত: ১৭:০৯, ১৮ জুলাই ২০২১

রাসূল সাঃ এর সুন্নাতের অনুকরণে ঈদুল আযহা

প্রতি বছর হিজরী ক্যালেন্ডারের সর্বশেষ মাস জিলহজ্জ্বের ১০ তারিখ পালিত হয় পবিত্র ঈদুল আযহা। মূলত এর মাধ্যমে মক্কায় বিশ্ব মুসলমানের বার্ষিক সম্মেলন পবিত্র হজ্জ্বের সমাপ্তিকে চিহ্নিত করা হয়। মুসলমানদের বৃহৎ দুই বার্ষিক উৎসবের মধ্যে অন্যতম পবিত্র ঈদুল আযহা।

হযরত উকাবা ইবনে আমের (রা.) থেকে বর্ণিত, রাসূল (সা.) বলেছেন,

“আরাফাতের দিন, কুরবানীর দিন এবং তাশরিকের দিন আমাদের মুসলমানদের উৎসবের দিন। এই দিনগুলো পানাহারের দিন।” (তিরমিজি)

কুরবানীর দিন তথা ঈদুল আযহা এমন একদিন যেদিন একসাথে অনেক ইবাদত জড়িয়ে থাকে তথা এদিন আল্লাহর মহত্ব তথা তাকবীর ঘোষণার পাশাপাশি বিশাল সমাবেশে একত্রে ঈদের নামাজ আদায় এবং আল্লাহর সন্তুষ্টির জন্য পশু কুরবানী করা হয়।

কোন কোন আলেম ঈদের নামাজকে ফরজে কিফায়া আবার অনেক আলেম একে ফরজে আইন হিসেবে চিহ্নিত করেন। যে মতামতই আপনি অনুসরণ করেন না কেন, এই দিনটি মুমিনদের একত্রিত হওয়ার দিন এবং তাদের একতা-সংহতির প্রকাশের দিন। সুতরাং, এই ক্ষেত্রে ঈদের নামাজের গুরুত্বকে কখনোই অস্বীকার করা যায়না।

রাসূল (সা.) এর সুন্নত
১. ঈদের দিনে রাসূল (সা.) সকালেই গোসল করে নিতেন।

২. গোসল করার পর তিনি তার সর্বোত্তম পোশাকটি পরিধান করে নামাজে যেতেন।

৩. ঈদুল ফিতরের সময় কিছু না খেয়ে রাসূল (সা.) ঈদের নামাজে যেতেন না। কিন্তু ঈদুল আযহায় তিনি না খেয়েই নামাজে যেতেন এবং ফেরার পর কুরবানীর গোশত দিয়েই দিনের প্রথম আহার গ্রহণ করতেন। 

৪. রাসূল (সা.) পায়ে হেটেই ঈদের নামাজের জন্য যেতেন। তিনি যে পথ দিয়ে নামাজের জন্য যেতেন, ফেরার সময় সে পথে না ফিরে ভিন্ন পথে ঘরে ফিরতেন।

৫. ঈদুল আযহার সময় জোরে জোরে তাকবীর তথা ‘আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ; আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়া লিল্লাহিল হামদ” উচ্চারন করতে করতে রাসূল (সা.) ঈদের নামাজে যেতেন।

৬. রাসূল (সা.) সাধারনত বিশাল খোলা স্থানে ঈদের নামাজ আদায় করতেন।

৭. ঈদের নামাজের আগে পরে তিনি কোন নামাজ আদায় করতেন না।

৮. ঈদের নামাজের জন্য কোন আযান বা ইকামত নির্দিষ্ট থাকতো না।

৯. ঈদের নামাজ আদায়ের পর রাসূল (সা.) ঈদের খুতবা দিতেন।

১০. ঈদের নামাজের পর রাসূল (সা.) নামাজ পড়ার স্থানেই সাধারনত কুরবানী করতেন।

১১. রাসূল (সা.) ঈদের নামাজের আগে কুরবানী করতে কঠোরভাবে নিষেধ করেছেন এবং নামাজের আগে কুরবানী দেওয়া ব্যক্তিদের নামাজের পরে পুনরায় কুরবানীর আদেশ দিয়েছেন।

১০. তাশরিকের দিনগুলোতে তথা জিলহজ্জ্বের ১১, ১২ ও ১৩ তারিখ তাকবীর পাঠ করা আল্লাহর রাসূল (সা.) এর সুন্নত। এই দিনগুলোতে ফরজ নামাজের পর পর রাসূল (সা.) তাকবীর পাঠ করতেন।

আল্লাহ আমাদের সকলের ঈদকে আনন্দময় করুন।

অনলাইন নিউজ পোর্টাল