বুধবার ২৯ অক্টোবর ২০২৫, কার্তিক ১৪ ১৪৩২, ০৭ জমাদিউল আউয়াল ১৪৪৭

ব্রেকিং

ডেঙ্গুতে ৪ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১০৪১ ঐকমত্য কমিশন নিষ্কৃতি পেতেই কিছু সুপারিশ দিয়েছে: সালাহউদ্দিন নভেম্বরে গণভোট, আরপিও আর সংশোধন নয়: ইসিকে জামায়াত ‘জাতীয় নির্বাচনের দিন বা আগে’ গণভোট করার সুপারিশ ঐকমত্য কমিশনের বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে প্রধান নিয়োগ বন্ধে মাউশির চিঠি জুলাই সনদের বাস্তবায়ন নতুন বাংলাদেশের পথ দেখাবে : প্রধান উপদেষ্টা নির্বাচনে স্বচ্ছতা নিশ্চিতে দ্রুত বডি-অন-ক্যামেরা ক্রয়ের নির্দেশ প্রধান উপদেষ্টার অস্ত্র মামলায় সম্রাটের যাবজ্জীবন জুলাই সনদ বাস্তবায়নের সুপারিশ প্রধান উপদেষ্টার কাছে হস্তান্তর নির্বাচন সুষ্ঠু করতে ইসিকে ১৮ দফা দিয়েছে জামায়াত নির্বাচন ভবনের নিরাপত্তা বাড়াতে ডিএমপিকে ইসির চিঠি মেট্রোরেলের বিয়ারিং প্যাড পড়ে মৃত্যু: ক্ষতিপূরণ চেয়ে রিট মামলা নির্বাচনে বেশি নিয়োজিত থাকবে আনসার সদস্যরা: স্বরাষ্ট্র উপদেষ্টা আন্তঃমন্ত্রণালয় সভা: ভোট পাড়ি দেওয়ার ফর্দ নিয়ে বসছে ইসি দুর্লভ খনিজের সরবরাহ ‘নিরাপদ’ করার লক্ষে মার্কিন যুক্তরাষ্ট্র ও জাপানের চুক্তি স্বাক্ষর অস্ট্রেলিয়ার ১৬ বছরের নিচে সামাজিক যোগাযোগ মাধ্যম নিষেধাজ্ঞা মেনে চলবে মেটা ও টিকটক হালাল পণ্যের বাণিজ্য সম্প্রসারণে বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যে সমঝোতা স্মারক সই রেমিট্যান্স প্রবাহ ২৬ অক্টোবর পর্যন্ত বেড়েছে ১১.১ শতাংশ

জাতীয়

‘বাড়ির ভিতর ঢুকে আমার স্ত্রীকে পিটিয়ে মাথার চুল কেটে দিয়েছে’

 প্রকাশিত: ২২:২২, ২২ অক্টোবর ২০২০

‘বাড়ির ভিতর ঢুকে  আমার স্ত্রীকে পিটিয়ে মাথার চুল কেটে দিয়েছে’

জয়পুরহাটের  পাঁচবিবি উপজেলার  এক গৃহবধূকে পিটিয়ে তার মাথার চুল কেটে দিয়েছেন স্বজনেরা। জমি-জমা নিয়ে বিরোধের জেরে  উপজেলার পশ্চিম বীরনগর গ্রামে এ ঘটনা ঘটেছে। এ ঘটনায় বৃহস্পতিবার বিকেলে পাঁচবিবি থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা দায়ের করা হয়েছে। নির্যাতনের শিকার ওই গৃহবধূ বাদী হয়ে পাঁচজনকে আসামি করে এ মামলাটি দায়ের করেছেন।

পুলিশ এ মামলার এজাহারভুক্ত আসামি দুই তরুণকে গ্রেপ্তার করেছে। গ্রেপ্তার হওয়া ওই দুই তরুণ হলেন পশ্চিম বীরনগর গ্রামের কামাল হোসেনের ছেলে আরিফুল ইসলাম (১৮) ও একই গ্রামের নূরুল ইসলামের ছেলে সোহেল রানা (১৮)। তারা নির্যাতিত গৃহবধূর ননদ ও ভাসুরের ছেলে।

মামলার এজাহার ও স্থানীয় সূত্রে জানা গেছে, ওই গৃহবধূর স্বামীর সঙ্গে জমি-জমা নিয়ে তাদের প্রতিবেশীদের বিরোধ চলছিল। গৃহবধূর ভাসুর ও তার ছেলেরা প্রতবেশীদের পক্ষ নেন। গত শনিবার রাত সাড়ে ৮টার দিকে পূর্ব পরিকল্পনা অনুযায়ী আসামিরা ওই গৃহবধূর বাড়িতে ঢুকে তাকে বেধড়ক মারপিট করতে শুরু করেন। একপর্যায়ে ওই গৃহবধূ জ্ঞান হারিয়ে ফেলেন। এরপর আসামিরা তার মাথার চুল কেটে দেন।

ভুক্তভোগী গৃহবধূর স্বামী বাড়ি আসার পর তারা তাকেও মারপিট করে বাড়ি থেকে বের করে দেন। ওইদিন রাতে ওই গৃহবধূকে পাঁচবিবি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। ঘটনার পাঁচদিন পর আজ বৃহস্পতিবার ওই গৃহবধূ থানায় এসে মামলা দায়ের করেন। এরপর পুলিশ ওই দুজনকে গ্রেপ্তার করে।
নির্যাতনের শিকার গৃহবধূ বলেন, ‘আমার স্বামীর সঙ্গে প্রতিবেশীদের জমি-জমা নিয়ে বিরোধ রয়েছে। এ ঘটনার জের ধরে আমাকে তারা বাড়িতে এসে মারপিট করে মাথার চুল কেটে দিয়েছে। হাসপাতালে চিকিৎসাধীন থাকায় মামলা করতে দেরি হয়েছে। আমাকে যারা অমানুষিক নির্যাতন করে মাথার চুল কেটে দিয়েছে, আমি তাদের বিচার দাবি করছি।’

ভুক্তভোগী গৃহবধূর স্বামী বলেন, ‘আমি বাড়িতে ছিলাম না। এ সুযোগে প্রতিবেশী ও আমার স্বজনেরা বাড়িতে এসে আমার স্ত্রীকে পিটিয়ে মাথার চুল কেটে দিয়েছেন। আমি বাড়ি এসে স্ত্রীকে মারপিট ও চুল কেটে দেওয়ার প্রতিবাদ করায় তারা আমাকেও পিটিয়ে বাড়ি থেকে বের করে দিয়েছেন। আমি এ ঘটনার বিচার দাবি করছি।’

এদিকে গ্রেপ্তার হওয়া সোহেলের মা ও নির্যাতনের শিকার গৃহবধূর ননদ ছামেনা বেগম বলেন, ‘আমরা সবাই ঢাকায় গার্মেন্টসে চাকরি করি। ২০-২৫ দিন আগে আমার ছেলে সোহেল নানার বাড়িতে বেড়াতে এসেছে। আমার ছেলে নির্দোষ। আমার ছেলে ও ভাতিজারা কেউ আমার ভাইয়ের বউয়ের মাথার চুল কেটে দেয়নি। গ্রামের লোকজন আমার ভাইয়ের চুল কেটে দিয়েছেন।’

এ বিষয়ে পাঁচবিবি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনসুন রহমান বলেন, ‘জমি-জমা নিয়ে বিরোধের জেরে গৃহবধূকে মারপিট করে তার মাথার চুল কেটে দিয়েছে প্রতিপক্ষ ও তার স্বজনেরা। আজ বৃহস্পতিবার মামলা দায়ের হওয়ার পর এজাহারভূক্ত পাঁচ জনের মধ্যে দুই আসামিকে গ্রেপ্তার করা হয়েছে।’

অনলাইন নিউজ পোর্টাল