বৃহস্পতিবার ০৪ ডিসেম্বর ২০২৫, অগ্রাহায়ণ ২০ ১৪৩২, ১৩ জমাদিউস সানি ১৪৪৭

ব্রেকিং

খালেদা জিয়াকে নেওয়া হবে লন্ডনে সজীব ওয়াজেদ জয়ের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি তেলের দাম বাড়ানো ব্যবসায়ীদের ‘কারণ দর্শাও’ নোটিস দিয়ে বৈঠকে ডেকেছে সরকার তফসিলের আগে ১০ ডিসেম্বর রাষ্ট্রপতির সঙ্গে ইসির সাক্ষাৎ গাজা থেকে ফেরত আসা থাই জিম্মির মরদেহ শনাক্ত ট্রাম্পের মধ্যস্থতায় চুক্তি সত্ত্বেও পূর্ব কঙ্গোয় সহিংসতা অব্যাহত। লিভ টু আপিল খারিজ, অন্তর্বর্তী সরকারের শপথ বৈধ খালেদা জিয়ার জন্য শুক্রবার দোয়া ও প্রার্থনার আহ্বান সরকারের ঘন কুয়াশা-কনকনে ঠান্ডায় স্থবির কুড়িগ্রাম আবার ভূমিকম্প, কাঁপল ঢাকাসহ বিভিন্ন এলাকা গাজায় ইসরায়েলি হামলায় দুই শিশুসহ ৭ ফিলিস্তিনি নিহত ফিলিস্তিনের গাজায় গণবিয়ের আয়োজন আমরা সোমালি অভিবাসীদের চাই না`: ট্রাম্প হংকংয়ে অগ্নিকাণ্ডে নিহতের সংখ্যা বেড়ে ১৫৯

আন্তর্জাতিক

গোপনে তৃতীয় বিয়ে করেছেন, ব্রিটিশ প্রধানমন্ত্রী(বরিস জনসন)

 প্রকাশিত: ১১:৩০, ৩০ মে ২০২১

গোপনে তৃতীয় বিয়ে করেছেন, ব্রিটিশ প্রধানমন্ত্রী(বরিস জনসন)

ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন তার বাগদত্তা ক্যারি সিমন্ডসকে গোপনে বিয়ে করেছেন। ওয়েস্টমিনিস্টার ক্যাথেড্রালে গোপনে বিয়ের অনুষ্ঠানও করেছেন বলে খবর বেরিয়েছে স্থানীয় গণমাধ্যমগুলোয়।

গত শনিবার খুব ঘনিষ্ঠ কিছু আত্মীয় ও বন্ধুদের উপস্থিতিতে এই বিয়ের অনুষ্ঠানটি সম্পন্ন হয় বলে বেশ কয়েকটি সংবাদপত্রের খবরে বলা হচ্ছে।

 এ নিয়ে ডাউনিং স্ট্রিটে প্রধানমন্ত্রীর বাসভবন থেকে কোনো বক্তব্য দিতে অস্বীকৃতি জানানো হয়েছে।

ওয়ার্কস অ্যান্ড পেনশনস সেক্রেটারি টেরেস কফি টুইট করেছেন, আজকের বিবাহ উপলক্ষে বরিস জনসন এবং ক্যারি সিমন্ডসকে অভিনন্দন।

আজ রোববার দ্য মেইলের খবরে বলা হয়েছে, অনুষ্ঠানটিতে ত্রিশ জন অতিথিকে আমন্ত্রণ জানানো হয়েছিল। ইংল্যান্ডে করোনাভাইরাস মহামারীকালীন নিয়ম অনুযায়ী কোনো অনুষ্ঠানে অভ্যাগতের সর্বোচ্চ অনুমোদিত সংখ্যাই হচ্ছে ৩০।

খবরে বলেন  , ক্যাথলিক এই অনুষ্ঠানটি আয়োজনের প্রস্তুতিতে গির্জার অল্প কয়েকজন কর্মকর্তা জড়িত ছিলেন। বিয়ে পড়ান ফাদার ড্যানিয়েল হামফ্রেস।

দ্য সান বলছে, ডাউনিং স্ট্রিটের সিনিয়র কর্মকর্তারাও এই বিয়ের ব্যাপারে অবগত ছিলেন না।

খবরে আরো বলেন , শনিবার ব্রিটিশ সময় বেলা দেড়টার কিছু পরে ওয়েস্টমিনিস্টার ক্যাথেড্রাল থেকে সাধারণ জনগণকে সরে যেতে বলা হয়।

এর আধা ঘণ্টা পর একটি লিমোতে চড়ে সেখানে হাজির হন সাদা পোশাক পরিহিত মিজ সিমন্ডস।

গত শনিবার রাতে ১০ নম্বর ডাউনিং স্ট্রিট ছেড়ে যাচ্ছে বাদকেরা, এমন ছবিও তোলা হয়েছে।

৫৬ বছর বয়স্ক বরিস জনসনের সাথে ৩৩ বছরের মিস সিমন্ডসের প্রেমের খবর গণমাধ্যমে প্রথম আসে ২০১৯ সালে।

গত বছরের ফেব্রুয়ারি মাসে তারা বাগদানের খবর প্রকাশ করেন। তাদের সন্তান উইলফ্রেডের জন্ম হয় গত এপ্রিল মাসে।

অনলাইন নিউজ পোর্টাল