আগামী মাস থেকে ঢাক-হ্যানয় সরাসরি ফ্লাইট চালু হচ্ছে
বাংলাদেশ ও ভিয়েতনাম নবায়নকৃত এয়ার সার্ভিসেস এগ্রিমেন্ট (এএসএ) চূড়ান্ত করার দিকে এগোনোর প্রেক্ষাপটে ভিয়েতনাম আগামী মাস থেকে ঢাকা ও হ্যানয়ের মধ্যে সরাসরি ফ্লাইট চালু করবে বলে জানিয়েছেন বাংলাদেশে নিযুক্ত ভিয়েতনামের রাষ্ট্রদূত।
বাংলাদেশে নিযুক্ত ভিয়েতনামের রাষ্ট্রদূত নুগুয়েন মান কুয়ং আজ সোমবার সন্ধ্যায় ঢাকায় ভিয়েতনাম দূতাবাসে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় এ ঘোষণা দেন।
রাষ্ট্রদূত বলেন, ‘ভিয়েতনাম এয়ারলাইন্স আগামী মাস থেকে ঢাকায় সরাসরি ফ্লাইট চালু করবে।’ তিনি এ উদ্যোগকে দুই দেশের জনগণ-জনগণ পর্যায়ের যোগাযোগ এবং অর্থনৈতিক সম্পৃক্ততা জোরদারে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে উল্লেখ করেন।
তিনি বলেন, ঢাকা ও হ্যানয় বর্তমানে এয়ার সার্ভিসেস এগ্রিমেন্ট (এএসএ) নবায়নের চূড়ান্ত পর্যায়ে কাজ করছে, যা বর্ধিত আকাশ যোগাযোগের জন্য আইনি কাঠামো প্রদান করবে।
‘আমরা চূড়ান্ত পর্যায়ে কাজ করছি। আশা করছি, চলতি মাসের মধ্যেই আমরা চুক্তিটি স্বাক্ষর করতে পারব,’ তিনি যোগ করেন।
রাষ্ট্রদূত আশাবাদ ব্যক্ত করেন যে, সরাসরি ফ্লাইট চালু হলে দ্বিপক্ষীয় বাণিজ্য, পর্যটন ও বিনিয়োগে নতুন সুযোগ সৃষ্টি হবে এবং ব্যবসায়ী ও কর্মকর্তাদের যাতায়াত আরও সহজ হবে।
তিনি উল্লেখ করেন, উন্নত আকাশ যোগাযোগ বাংলাদেশ ও ভিয়েতনামের মধ্যে আরও ঘনিষ্ঠ সহযোগিতায় অবদান রাখবে, যা দ্বিপক্ষীয় সম্পর্কের ক্রমবর্ধমান গতিশীলতাকে প্রতিফলিত করে।