দিপু হত্যার বিচার দাবি সংখ্যালঘু ঐক্যমোর্চার
ময়মনসিংহের ভালুকায় পোশাকশ্রমিক দিপু চন্দ্র দাসকে মেরে পোড়ানোর প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ করেছে সংখ্যালঘু ঐক্যমোর্চা।
মঙ্গলবার সকালে জাতীয় প্রেস ক্লাবের সামনে এ কর্মসূচি পালন করা হয়।
সমাবেশে বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি নির্মল রোজারিও বলেন, “যারা এই জঘন্য ঘটনার সাথে জড়িত, তাদের বিচারের আওতায় আনার জন্য আমরা জোর দাবি জানাচ্ছি। একই সাথে বাংলাদেশের বিভিন্ন অঞ্চলের ধর্মীয় এবং জাতিগত সংখ্যালুঘুদের ওপর যে অত্যাচার-নির্যাতন হয়েছে, হচ্ছে—সেই ব্যাপারে এই সরকারকে কঠোর ব্যবস্থা নেওয়ার জন্য আহ্বান জানাচ্ছি।
“আপনারা জানেন যে, ৫ অগাস্ট অভ্যুত্থানের পর সংখ্যালুঘু সম্প্রদায়ের ওপর অধিক নির্যাতন নিষ্পেষণের ঘটনা ঘটেছে। আমরা ঐক্য পরিষদের পক্ষ থেকে একটি প্রতিবেদন জাতির সামনে তুলে ধরেছি। কিন্তু সেটার বিচার আমরা এখনো লক্ষ্য করিনি। আমরা চাই, যে সমস্ত ঘটনাগুলো এই গণঅভ্যুথানের পর ঘটেছে, তার প্রত্যেকটার বিচার হতে হবে।”
তিনি বলেন, “এই দিপু চন্দ্র দাসের বিচারে বিশেষ পদক্ষেপ নিতে হবে এবং তার বিষয়টিকে গুরুত্ব সহকারে সরকার বিবেচনা করবে, এটা আমরা আজকের এই মানববন্ধন থেকে দাবি উত্থাপন করছি।
“বিষয়টি অবশ্যই আমরা পর্যবেক্ষণে রাখব—সরকার কী পদক্ষেপ নিচ্ছে এবং আমরা দাবি রাখতে চাই, সরকারের প্রতি এই দিপু চন্দ্র দাসের বিষয়টিকে গভীর ভাবে গুরুত্ব সহকারে বিবেচনায় নিয়ে—এর সাথে যারা জড়িত, তাদেরকে বিচারের আওতায় আনবেন।”
সমাবেশে অন্যদের মধ্যে বক্তব্য দেন অধ্যাপক নিমচন্দ্র ভৌমিক, আইনজীবী সুব্রত চৌধুরী, জয়ন্ত কুমার দেব। পরে একটি বিক্ষোভ মিছিল নয়া পল্টন মোড়ে গিয়ে শেষ হয়।