সোমবার ২২ ডিসেম্বর ২০২৫, পৌষ ৮ ১৪৩২, ০২ রজব ১৪৪৭

ব্রেকিং

জাতীয়

ব্রাহ্মণবাড়িয়ার সাবেক এমপি বাদল আরেক মামলায় গ্রেপ্তার

 প্রকাশিত: ১৪:১১, ২২ ডিসেম্বর ২০২৫

ব্রাহ্মণবাড়িয়ার সাবেক এমপি বাদল আরেক মামলায় গ্রেপ্তার

জুলাই আন্দোলনের রাজধানীর এক হত্যাচেষ্টা মামলায় ব্রাহ্মণবাড়িয়া-৫ আসনের সাবেক সাংসদ ফয়জুর রহমান বাদলকে গ্রেপ্তার দেখানো হয়েছে।

তদন্ত কর্মকর্তার আবেদনের শুনানি নিয়ে সোমবার এ আদেশ দেন ঢাকার মহানগর হাকিম মাহবুব আলম।

রাষ্ট্রপক্ষের কৌঁসুলি হারুন অর রশিদ জানান, তদন্ত কর্মকর্তা নিউ মার্কেট থানার এসআই মো. ওমর ফারুক আসামি বাদলকে গ্রেপ্তার দেখানোর আবেদন করেন। শুনানির সময় তাকে আদালতে হাজির করা হয়। পরে বিচারক তাকে গ্রেপ্তার দেখানোর আদেশ দেন।

আবেদনে তদন্ত কর্মকর্তা বলেন, “তদন্তকালে এই মামলায় সাবেক এমপি ফয়জুর রহমান বাদলের সংশ্লিষ্টতা পাওয়া গেছে। আন্দোলনকারী শিক্ষার্থীদের ওপর আক্রমণ করার জন্য তিনি এজাহারনামীয় ও অজ্ঞাতনামা আসামিদের প্ররোচনা এবং অর্থ দিয়ে সহায়তা করেছেন বলে প্রাথমিক সাক্ষ্য-প্রমাণ পাওয়া যাচ্ছে। সুষ্ঠু তদন্তের স্বার্থে এবং আসামির নাম-ঠিকানা যাচাই করতে তাকে এ মামলায় গ্রেপ্তার দেখানো প্রয়োজন।”

মামলার বিবরণ অনুযায়ী, জুলাই আন্দোলনের সময় গত বছরের ১৬ জুলাই ঢাকা কলেজ এলাকায় আন্দোলনকারীদের ওপর আগ্নেয়াস্ত্র ও দেশি অস্ত্র দিয়ে হামলা চালানো হয়।

এ ঘটনায় ঢাকা কলেজের ইংরেজি বিভাগের শিক্ষার্থী শামীম গুরুতর আহত হন। পরে তিনি মামলা দায়ের করেন।

গত ২৮ সেপ্টেম্বর রাজধানীর নিকুঞ্জ এলাকা থেকে বাদলকে গ্রেপ্তার করে পুলিশ। পরদিন নিউ মার্কেট থানার আরেক হত্যাচেষ্টার মামলায় তাকে কারাগারে পাঠানোর আদেশ দেয় আদালত।