সোমবার ২২ ডিসেম্বর ২০২৫, পৌষ ৮ ১৪৩২, ০২ রজব ১৪৪৭

ব্রেকিং

তারেক রহমান ভোটার হবেন ২৭ ডিসেম্বর: সালাহউদ্দিন হাদি হত্যাকাণ্ডে জড়িত কাউকে ছাড় দেওয়া হবে না: স্বরাষ্ট্র উপদেষ্টা হাদি হত্যার বিচার দ্রুত বিচার ট্রাইব্যুনালে: আইন উপদেষ্টা হাদির হত্যার বিচারে ৩ দাবি ইনকিলাব মঞ্চের আন্দোলনের মুখে রাবির আওয়ামীপন্থি ৬ ডিনকে অপসারণ ভোট যত এগিয়ে আসবে, ভয় তত কেটে যাবে: সিইসি প্রথম আলো-ডেইলি স্টারে হামলার ঘটনায় গ্রেপ্তার ১৭: ডিএমপি ঢাকা ও দিল্লির মধ্যে উত্তেজনা কমানোর আহ্বান রাশিয়ার দারফুরের বাজারে ড্রোন হামলায় নিহত ১০ শুটার ফয়সাল ও সংশ্লিষ্টদের ব্যাংক হিসাবে ১২৭ কোটি টাকার লেনদেন ভোট: আইনশৃঙ্খলা ও অপতথ্য ঠেকাতে মনিটরিং সেল করবে ইসি ৫ বছর দণ্ডের বিরুদ্ধে সাবেক আইজিপি মামুনের আপিল ইন্দোনেশিয়ায় বাস দুর্ঘটনায় ১৬ জন নিহত

সংস্কৃতি

নতুন সংগীত ‘কোটি হাদির ডাক’

 প্রকাশিত: ১৯:২৯, ২২ ডিসেম্বর ২০২৫

নতুন সংগীত ‘কোটি হাদির ডাক’

মেহেরবান' খ্যাত প্রখ্যাত শিল্পী মুনাইম বিল্লাহর নতুন সংগীত ‘কোটি হাদির ডাক‘। সোমবার (২২ ডিসেম্বর) সকালে শিল্পীর নিজস্ব অফিসিয়াল ইউটিউব চ্যানেলে সংগীতটি প্রকাশিত হয়।

মুনাইম বিল্লাহ বলেন, ‘দীর্ঘ সময় পর সংগীতে ফিরলাম। ‘কোটি হাদির ডাক’ দিয়েই গানে ফেরা হলো আমার। এটি অন্যরকম অনুভূতি আমার জন্য। এটি শুধু একটি গান নয়, একটি ইতিহাস। একটি বিপ্লব। এটি শহিদ শরিফ ওসমান হাদি ভাইয়ের বিপ্লবী চেতনার স্বীকৃতি। আমাদের সার্বভৌমত্বের সাথে একাত্মতা জানানোর একটি মহান ব্যাপার এখানে আছে। বিপ্লবী চেতনার মানুষ ছাড়াও আপামর জনমনে দারুণ প্রভাব ফেলার পাশাপাশি হাদি ভাইকে চিরঅমর করে রাখবে এই গান।’

‘কোটি হাদির ডাক’ সংগীতটি লিখেছেন কবি জিয়া হক। সুর করেছেন আলোচিত শিল্পী আবু উবায়দা। সাউন্ড ও মিক্স মাস্টার শরিফ মাহমুদ।

গানটি সম্পর্কে কবি জিয়া হক বলেন, ‘কোটি হাদির ডাক’ সংগীতটি শ্রোতাদের মনে দারুণ সাড়া ফেলবে। গতানুগতিক ধারার বাইরের একটি সংগীত এটি। কথা, সুর ও কণ্ঠ সব মিলিয়ে একটা ফুল প্যাকেজ এটি। আশা করি, ‘হাদি তুই ফিরে আয়’-এর মতো এটিও ভাইরাল হবে। শ্রোতারা লুফে নেবে এই সংগীত। শ্রোতাদের মুখে মুখে ফিরবে বিপ্লবী এই গান।’

জিয়া হকের লেখা ‘হাদি তুই ফিরে আয়’ সংগীতটি শিল্পী আবু উবায়দার নিজস্ব অফিসিয়াল ইউটিউব চ্যানেল থেকে মাত্র এক সপ্তাহে দুই মিলিয়ননেরও বেশি ভিউ হয়েছে।