প্রথম আলো-ডেইলি স্টারে হামলার ঘটনায় গ্রেপ্তার ১৭: ডিএমপি
ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরিফ ওসমান বিন হাদির মৃত্যুর খবর ছড়িয়ে পড়ার পর দেশের দুই পত্রিকা প্রথম আলো ও ডেইলি স্টারে হামলার ঘটনায় ১৭ জনকে গ্রেপ্তারের তথ্য দিয়েছে পুলিশ।
সোমবার রাজধানীতে ডিএমপি মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে ডিএমপির অতিরিক্ত কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশন্স) এস এন মো. নজরুল ইসলাম এ তথ্য তুলে ধরেন।
এই ১৭ জনের মধ্যে ১৩ জন পুলিশের হাতে গ্রেপ্তার হয়েছেন। এছাড়া ঢাকা মহানগর পুলিশের কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম-সিটিটিসি ৩ জনকে এবং গোয়েন্দা পুলিশ ১ জনকে গ্রেপ্তার করেছে।
অতিরিক্ত কমিশনার এস এন মো. নজরুল ইসলাম বলেন, “হামলার ভিডিও বিশ্লেষণ করে এখন
পর্যন্ত ৩১ জনকে শনাক্ত করা হয়েছে, যাদের মধ্যে ১৭ জনকে গ্রেপ্তার করা হল।”
প্রথম আলোতে হামলার ঘটনায় মামলা হলেও ডেইলি স্টারের বিষয়ে এখন পর্যন্ত কোনো আইনি পদক্ষেপ হয়নি হয়নি বলে জানিয়েছেন পুলিশের এই কর্মকর্তা।
তিনি বলেন, ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণ করে ডেইলি স্টারের মামলার বিষয়টি প্রক্রিয়াধীন আছে।