মঙ্গলবার ০৮ অক্টোবর ২০২৪, আশ্বিন ২৩ ১৪৩১, ০৪ রবিউস সানি ১৪৪৬

ইসলাম

বাচ্চা মারা গেলে তার কাফনের পদ্ধতি

 আপডেট: ২২:২৮, ২ সেপ্টেম্বর ২০২৩

বাচ্চা মারা গেলে তার কাফনের পদ্ধতি

প্রশ্ন: কোনো বাচ্চা জন্মের কয়েকদিন পরেই যদি মারা যায়, তাহলে তার কাফনের শরীয়তসম্মত পদ্ধতি কী হবে? জানিয়ে বাধিত করবেন।
 
উত্তর: ছোট্ট শিশু মারা গেলেও বড়দের মতো তিন কাপড়েই কাফন দেওয়া উত্তম। তবে দুটি কাপড়ে এমনকি প্রয়োজনে একটি কাপড়েও কাফন দেওয়া যাবে।
—কিতাবুল আছল ১/৩৪৬; আলমাবসূত, সারাখসী ২/৭৩; ফাতাওয়া খানিয়া ১/১৮৯; আযযিয়াউল মা‘নাবী ২/৪৭৮; মাজমাউল আনহুর ১/২৬৮; রদ্দুল মুহতার ২/২০৪

অনলাইন নিউজ পোর্টাল ২৪