শনিবার ২২ নভেম্বর ২০২৫, অগ্রাহায়ণ ৮ ১৪৩২, ০১ জমাদিউস সানি ১৪৪৭

ব্রেকিং

সোমালিদের অস্থায়ী সুরক্ষিত মর্যাদা বাতিলের ঘোষণা ট্রাম্পের ফের ভূমিকম্পে কাঁপল দেশ নরসিংদীতে ভূমিকম্পে নিহত বেড়ে ৫ এবার রেকর্ড সংখ্যক বিদেশি পর্যবেক্ষক ভোট দেখবে যুদ্ধবিরতিতেই গাজায় অন্তত ৬৭ ফিলিস্তিনি শিশু নিহত হয়েছে: ইউনিসেফ হোয়াইট হাউসে উষ্ণ সাক্ষাতে মামদানিকে প্রশংসায় ভাসালেন ট্রাম্প স্পেনে কয়লাখনি দুর্ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে ২ ভিয়েতনামে বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ৫৫ জনে দাঁড়িয়েছে ঢাকায় ভুটানের প্রধানমন্ত্রীকে লাল গালিচা সংবর্ধনা কুষ্টিয়ায় ‘আধিপত্যের জেরে’ কৃষককে গুলি করে হত্যা নতুন হল ভবনের দাবি: কর্মচারীদের ফ্ল্যাটে রাত্রিযাপন ঢাবি শিক্ষার্থীদের ৫.৭ মাত্রার ঝাঁকুনি দিল ‘বড় বিপর্যয়ের’ সতর্কবার্তা ভূমিকম্পে নিহতের সংখ্যা বেড়ে ১০, আহতও অনেক ভারতকে সুপার ওভারে হারিয়ে ফাইনালে বাংলাদেশ

ইসলাম

“রাস্তায় পড়ে পা থেকে বারবার রক্ত বের হলে কি ওযু ভেঙে যায়?”

 প্রকাশিত: ১৮:৪০, ২০ নভেম্বর ২০২৫

“রাস্তায় পড়ে পা থেকে বারবার রক্ত বের হলে কি ওযু ভেঙে যায়?”

প্রশ্নআমি আসরের নামাযের সময় বাড়ি থেকে ওযু করে মসজিদে রওয়ানা দেই। রাস্তায় হোঁচট খেয়ে পড়ে যাই। তখন আমার পায়ের একটি আঙুলের মাথা থেকে রক্ত বের হতে শুরু করে। আমি তখন রাস্তার পাশের বালু নিয়ে ক্ষতস্থানে দেই। এতে রক্ত বন্ধ হয়। কিন্তু আবার রক্ত বের হতে লাগে। এভাবে কয়েকবার রক্ত বের হতে থাকে আর প্রত্যেকবারই আমি রক্ত বন্ধ করার চেষ্টা করি। পরে রক্ত পড়া একেবারে বন্ধ হওয়ার পর মসজিদে গিয়ে নামায আদায় করি। নতুনভাবে আর ওযু করিনি।

মুহতারামের নিকট আমার জানার বিষয় হল, এভাবে বারবার রক্ত বের হওয়া এবং তা বন্ধ করার দ্বারা কি আমার ওযু ভেঙে গিয়েছে এবং ওই নামায কি আমাকে পুনরায় পড়তে হবে?

 

উত্তরপ্রশ্নোক্ত বর্ণনায় বুঝা যাচ্ছে, আপনার পায়ের আঙুল থেকে গড়িয়ে পড়া পরিমাণ রক্ত বের হয়েছে, যা ওযু ভঙ্গের কারণ। সুতরাং পুনরায় ওযু না করে আপনার আদায়কৃত নামায সহীহ হয়নি। নতুন ওযু করে ওই নামায আপনাকে আবার আদায় করে নিতে হবে।

-মাবসূত, সারাখসী ১/৭৭;  বাদায়েউস সানায়ে ১/১২৪; ফাতাওয়া খানিয়া ১/৩৬; ফাতাওয়া সিরাজিয়া, পৃ. ২৯; ফাতাওয়া হিন্দিয়া ১/১১; রদ্দুল মুহতার ১/১৩৫

মাসিক আলকাউসার