শনিবার ২০ ডিসেম্বর ২০২৫, পৌষ ৬ ১৪৩২, ২৯ জমাদিউস সানি ১৪৪৭

রাজনীতি

লন্ডনের পথে জুবাইদা

 প্রকাশিত: ১১:৪৭, ২০ ডিসেম্বর ২০২৫

লন্ডনের পথে জুবাইদা

দেড় দশক ধরে যুক্তরাজ্যে নির্বাসিত বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দেশে ফেরার সঙ্গী হতে লন্ডনের পথে রওনা হয়েছেন তার সহধর্মিনী জুবাইদা রহমান।

শনিবার সকাল সাড়ে ৮টায় শাহজালাল বিমানবন্দর থেকে বিমান বাংলাদেশের একটি ফ্লাইটে তিনি ঢাকা ত্যাগ করেন বলে জানিয়েছেন বিএনপির মিডিয়া সেলের সদস্য আতিকুর রহমান রুমন।

তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “ভাবি লন্ডনে ফিরে গেছেন। ইনশাআল্লাহ জনাব তারেক রহমান ও মেয়ে ব্যারিস্টার জাইমা রহমানকে নিয়ে দেশে ফিরবেন বৃহস্পতিবার।

“নির্দিষ্ট সময়ে বিমানটি ছেড়েছে। এই ফ্লাইটটি সিলেট হয়ে সরাসরি লন্ডনের হিথ্রো বিমানবন্দরে পৌঁছাবে।”

এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন শাশুড়ি বেগম খালেদা জিয়ার পাশে থাকতে গত ৫ ডিসেম্বর দেশে এসেছিলেন জুবাইদা রহমান। বিএনপির চেয়ারপারসনের মেডিকেল বোর্ডের সদস্য জুবাইদা রহমান সার্বক্ষণিক হাসপাতালে থেকে চিকিৎসা কাজ তদারকি করেন।

অধ্যাপক শাহাবুদ্দিন তালুকদারের নেতৃত্বে দেশি-বিদেশি বিশেষজ্ঞ চিকিৎসকদের সমন্বয়ে গঠিত মেডিকেল বোর্ড খালেদা জিয়ার চিকিৎসা দিচ্ছেন।

মেডিকেল বোর্ডের সদস্য অধ্যাপক এ জেড এম জাহিদ হোসেন শুক্রবার জানান, বিএনপি চেয়ারপারসনের শারীরিক অবস্থা এক মাসের মধ্যে বেশ স্থিতিশীল অবস্থায় আছে। মেডিকেল বোর্ড আশাবাদী, তিনি ধীরে ধীরে সুস্থ হয়ে উঠবেন।

এর পরদিন লন্ডনের পথে রওনা হলেন জুবাইদা রহমান।

২০০৮ সালের ১১ সেপ্টেম্বর অসুস্থ স্বামী তারেক রহমানের উন্নত চিকিৎসার জন্য মেয়ে জাইমা রহমানকে নিয়ে লন্ডন পাড়ি জমান তিনি। রাজনৈতিক পটপরিবর্তনের পর গত ৫ মে শাশুড়ির সঙ্গে দেশে এসেছিলেন জুবাইদা। সেবার তিনি ঢাকায় এক মাস অবস্থান করেছিলেন।