সহিংসতার পোস্ট: অভিযোগ করার আহ্বান সুরক্ষা এজেন্সির
সোশাল মিডিয়ায় সন্ত্রাস ও সহিংসতার আহ্বান জানানো কোনো পোস্ট দেখলে সরাসরি হোয়াটসঅ্যাপে কিংবা ইমেইলে তা জানাতে বলেছে জাতীয় সাইবার সুরক্ষা এজেন্সি।
শনিবার ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয়ের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এতে বলা হয়, “হোয়াটসঅ্যাপে এবং ইমেইলে প্রাপ্ত অভিযোগগুলো জাতীয় সাইবার সুরক্ষা এজেন্সি প্রাথমিক যাচাই-বাছাই এর পর বিটিআরসি'র মাধ্যমে প্লাটফর্মগুলোতে রিপোর্ট করবে।"
মন্ত্রণালয় বলছে, সরকার সোশাল মিডিয়ার কোনো পোস্ট ডাউন করতে পারে না; কেবল যৌক্তিক কারণ তুলে ধরে সহিংসতা সম্পর্কিত পোস্টগুলো সংশ্লিষ্ট প্লাটফর্মের কাছে ‘রিপোর্ট’ করতে পারে।
বিদ্বেষপূর্ণ বক্তব্য যা সরাসরি সহিংসতা ঘটায় কিংবা সহিংসতার ডাক দেয়, সেটি যে সাইবার সুরক্ষা অধ্যাদেশ অনুযায়ী দণ্ডনীয় অপরাধ তা বিজ্ঞপ্তিতে মনে করিয়ে দেওয়া হয়েছে।
অভিযোগ জানানো যাবে- 01308332592 নম্বরের হোয়াটসঅ্যাপে এবং ই-মেইল করা যাবে [email protected]
ইনকিলাব মঞ্চের আহ্বায়ক ওসমান হাদির মৃত্যুর খবরে ক্ষোভ-বিক্ষোভের মধ্যে প্রথম আলো, ডেইলি স্টার, ছায়ানটসহ বিভিন্ন স্থাপনায় হামলা ও অগ্নিসংযোগ করা হয়। এসব সহিংসতায় সোশাল মিডিয়ায় বিভিন্ন আইডি থেকে উসকানি দেওয়া হয় বলে অভিযোগ রয়েছে।