শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, বৈশাখ ১৩ ১৪৩১, ১৭ শাওয়াল ১৪৪৫

রাজনীতি

আওয়ামী লীগ ক্ষমতায় থাকলে নির্বাচনে যাবো না: ফখরুল

 প্রকাশিত: ১৬:২৪, ৮ মে ২০২২

আওয়ামী লীগ ক্ষমতায় থাকলে নির্বাচনে যাবো না: ফখরুল

আওয়ামী লীগ সরকার ক্ষমতায় থাকলে নির্বাচনে যাওয়ার প্রশ্নই আসে না। এমনকি আওয়্মী লীগ সরকার পদত্যাগ না করা পর্যন্ত নির্বাচন নিয়ে তারা আলোচনা করতেও রাজি নন। আজ রোববার এই কথা জানিয়ে দিলেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

আজ রোববার দুপুরে রাজধানীর গুলশানে বিএনপির চেয়ারপারসনের কার্যালয়ে একটি সংবাদ সম্মেলন আয়োজন করা হয়। সেখানে মির্জা ফখরুল সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন।

শনিবার আওয়ামী লীগের কার্যনির্বাহী সংসদের বৈঠক ছিল। সেটি শেষ হওয়ার পর দলটির সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, বিএনপিকে নিয়ে তারা নির্বাচন করবেন। তাদের সভা-সমাবেশের সুযোগ দেওয়া হবে। 

এই মন্তব্য প্রসঙ্গে মির্জা ফখরুলের দৃষ্টি আকর্ষণ করা হয়। কিন্তু তিনি এমন মধুর কথায় ভুলতে রাজি নন তা সাফ জানিয়ে দেন। তিনি বলেন, ‘আওয়ামী লীগ যে কথা বলে কোনো দিন, কখনো তা তারা রাখে না। এটা হচ্ছে তাদের চরিত্র। জনগণের সঙ্গে তারা শুরু থেকেই প্রতারণা করছে। বাংলাদেশ স্বাধীন হওয়ার পর থেকে তারা প্রতারণা করছে। তারা ভদ্রলোকের মতো কথা বলে, গণতন্ত্রের কথা বলে। তারা সভা-সমাবেশ তো দূরের কথা, একটা মিলাদ করতেও দেয় না, ঈদ পুনর্মিলনীতে আক্রমণ করে, এদের কাছ থেকে কী আশা করতে পারেন!’ 

এই সংবাদ সম্মেলন আয়োজন করা হয়েছিল শনিবার কুমিল্লার তিতাসে দলের স্থায়ী কমিটির জ্যেষ্ঠ সদস্য খন্দকার মোশাররফ হোসেনের ঈদের শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে হামলার বিষয়টি জানাতে। বিএনপির দাবি, আওয়ামী লীগের স্থানীয় নেতা-কর্মীরা ওই হামলা করেছেন। 

এখানে আলাপকালে মির্জা ফখরুল বলেন, বর্তমান সরকার পদত্যাগ না করলে বিএনপি নির্বাচনে যাবে না। তিনি জোর দিয়ে বলেন, ‘আমি মনে করি, কোনো কথাই হবে না যতক্ষণ না আওয়ামী লীগ সরকার পদত্যাগ করে। পরবর্তী নির্বাচন সম্পর্কে আমাদের কথা পরিষ্কার, আওয়ামী লীগ সরকার পদত্যাগ না করলে, সম্পূর্ণ নিরপেক্ষ সরকারের হাতে ক্ষমতা হস্তান্তর না করলে, নির্বাচনের কোনো প্রশ্নই উঠতে পারে না। নির্বাচনে তো আমরা যাবই না শেখ হাসিনা যদি ক্ষমতায় থাকেন।’

প্রধানমন্ত্রী শেখ হাসিনা আগামি নির্বাচন ইভিএমে করার কথা বলেছেন। এই প্রসঙ্গে জানতে চাইলেও মির্জা ফখরুলের একই কথা, ‘ইভিএম তো পরে, ইলেকশনেই তো আমরা যাব না যদি শেখ হাসিনা সরকারে থাকেন।’

আজ এসব কথা বলার পাশাপাশি সয়াবিন তেলের মূল্যবৃদ্ধির জন্য সরকারকে দায়ী করেন মির্জা ফখরুল। বিএনপির মহাসচিব বলেন, সরকারিভাবে এক লাফে তেলের দাম ৩৮ টাকা বাড়ানোর পরও বাজারে তেল পাওয়া যাচ্ছে না। এটাই ‘চোরাকারবারি, চোরাচালানের মূল বিষয়’। তিনি এভাবে তেলের দাম বাড়ানোকে অমানবিক উল্লেখ করে বলেন, ‘এর মূল কারণটি হচ্ছে এই সরকার দুর্নীতিবাজ। দুর্নীতিতে জড়িয়ে আছে তাদের লোকেরা। এ কারণে তারা এভাবে জনগণের ওপর ভয়াবহ একটা অত্যাচার-নির্যাতন শুরু করেছে।’ 

মন্তব্য করুন: