সোমবার ২৬ জানুয়ারি ২০২৬, মাঘ ১৩ ১৪৩২, ০৭ শা'বান ১৪৪৭

ব্রেকিং

ভোট সুষ্ঠু করতে সশস্ত্র বাহিনীকে সর্বোচ্চ সতর্ক থাকার নির্দেশ প্রধান উপদেষ্টার যুবকরা ন্যায় ইনসাফের দেশ চায় : ডা. শফিকুর রহমান শুধু ভোট দিলেই চলবে না, ভোটের হিসাব বুঝে নিতে হবে: তারেক রহমান যুক্তরাষ্ট্রের দক্ষিণ থেকে উত্তর-পূর্বাঞ্চলে তীব্র শীতকালীন ঝড় ভোটের ছুটির প্রজ্ঞাপন জারি ডাকসু থেকে সর্বমিত্র চাকমার পদত্যাগ সালমান এফ রহমান ও আবেদপুত্র সোহান ৪ দিনের রিমান্ডে জুলাই হত্যার দুই মামলায় শেখ হাসিনার বিরুদ্ধে পরোয়ানা চানখাঁরপুলে ৬ হত্যা: সাবেক ডিএমপি কমিশনার হাবিবসহ ৩ পুলিশ কর্মকর্তার মৃত্যুদণ্ড ব্যাংক থেকে কর্পোরেট ঋণ কমানো হবে: গভর্নর ৩ দিনের সফরে খুলনা-ময়মনসিংহ বিভাগে যাচ্ছেন জামায়াত আমির দুই সন্তানকে নিয়ে ট্রেনের নিচে ঝাঁপ দিলেন গৃহবধূ উত্তরের মানুষ মৈত্রী হাসপাতালে পাবেন উন্নত চিকিৎসা: ইউনূস লক্ষ্মীপুরে বিএনপি-জামায়াত কর্মীদের মধ্যে হাতাহাতি, হাসপাতালে ভর্তি ৬ জুলাই যোদ্ধাদের দায়মুক্তি ও আইনি সুরক্ষা দিয়ে অধ্যাদেশ জারি ফিলিপাইনে ফেরি ডুবে নিহত ১৫, নিখোঁজ ২৮ মেক্সিকোর ফুটবল মাঠে ১১ জনকে হত্যা করেছে সশস্ত্র হামলাকারীরা

লাইফস্টাইল

কাঁচকলা—স্বাস্থ্যসম্মত সবজির এক অনন্য রূপ

 প্রকাশিত: ১৯:৫৯, ২৬ জানুয়ারি ২০২৬

কাঁচকলা—স্বাস্থ্যসম্মত সবজির এক অনন্য রূপ

প্রকৃতির অসাধারণ উপহারগুলোর মধ্যে কাঁচকলা বা কাঁচা কলা একটি বিশেষ স্থান দখল করে আছে। সাধারণত আমরা কলা ফল হিসেবে খেয়ে থাকলেও, এর কাঁচা রূপটি রান্নায় ব্যবহার করে অসংখ্য উপকারিতা অর্জন করা যায়। কারণ কাঁচকলায় রয়েছে প্রচুর পরিমাণে ফাইবার, ভিটামিন বি৬, ভিটামিন সি, পটাশিয়াম ও অ্যান্টিঅক্সিডেন্ট। এতে শর্করার পরিমাণ কম এবং রেসিস্ট্যান্ট স্টার্চ বা প্রতিরোধী শর্করা বেশি থাকার কারণে এটি ডায়াবেটিস রোগীদের জন্যও উপযোগী।

বাংলাদেশে কাঁচকলা সহজলভ্য একটি সবজি, যা ভর্তা, তরকারি, ভাজি, এমনকি ভাজা দিয়ে বিভিন্ন স্বাদে

রসনাকে তৃপ্ত করে। শুধু স্বাদের দিক থেকেই নয়, চিকিৎসাগত দিক থেকেও কাঁচকলার রয়েছে নানান উপযোগিতা।

হজমে সহায়ক : কাঁচকলা আঁশযুক্ত হওয়ায় হজম শক্তি বাড়ায় এবং কোষ্ঠকাঠিন্য কমাতে সাহায্য করে। যাদের হজমে সমস্যা আছে তাদের জন্য কাঁচকলা অনন্য ঔষুধ হিসেবে বিবেচিত।

ডায়াবেটিস নিয়ন্ত্রণে সহায়ক : কাঁচকলার গ্লাইসেমিক ইনডেক্স কম, তাই রক্তে শর্করার মাত্রা দ্রুত বাড়ায় না—ডায়াবেটিস রোগীদের জন্য উপকারী। নির্দ্বিধায় ডায়াবেটিস রোগীরা এটি খেতে পারেন।

ওজন নিয়ন্ত্রণে সহায়ক : কাঁচকলায় ক্যালরি কম ও ফাইবার বেশি থাকায় এটি দীর্ঘক্ষণ পেট ভরাট রাখে—ওজন কমাতে সাহায্য করে। যারা ওজন কমাতে চাচ্ছে তারা সবজি হিসেবে কাঁচকলা বেশি বেশি খেতে পারেন।

রক্তচাপ নিয়ন্ত্রণ : কাঁচকলায় প্রচুর পরিমাণে পটাশিয়াম থাকার কারণে এটা রক্তচাপ স্বাভাবিক রাখতে সাহায্য করে। যারা রক্তচাপের রোগে ভুগছেন তারা প্রতিদিন খাবার টেবিলে কাঁচকলার সবজি রাখতে পারেন।

অন্ত্রের সুস্থতা : কাঁচকলা প্রি-বায়োটিক হিসেবে কাজ করে, প্রি-বায়োটিক অন্ত্রের ভালো ব্যাকটেরিয়া বাড়ায়।

আয়রনের উৎস : কাঁচকলা রক্তশূন্যতা প্রতিরোধে সহায়ক ভূমিকা রাখে।

গ্যাস্ট্রিক ও আলসার প্রতিরোধে : কাঁচকলা পাকস্থলীর দেয়ালে সুরক্ষা দেয়, ফলে গ্যাস্ট্রিক ও আলসার প্রতিরোধে রাখে অনন্য ভূমিকা।

রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় : ভিটামিন সি, বি৬ ইত্যাদি থাকায় শরীরের ইমিউন সিস্টেমকে শক্তিশালী করে।

চিকিৎসকের পরামর্শ অনুযায়ী ডায়েটে কাঁচকলা যুক্ত করা স্বাস্থ্যকর সিদ্ধান্ত হতে পারে