দুই সন্তানকে নিয়ে ট্রেনের নিচে ঝাঁপ দিলেন গৃহবধূ
গাজীপুরে দুই সন্তানকে নিয়ে ট্রেনের নিচে ঝাঁপিয়ে পড়ে এক নারী ‘আত্মহত্যা’ করেছেন বলে জানিয়েছে পুলিশ।
সোমবার বেলা ১১টার দিকে নগরীর ৪১ নম্বর ওয়ার্ডের নয়নেপাড়া এলাকার রেল ক্রসিংয়ে এ দুর্ঘটনা ঘটে বলে পূবাইল থানার ওসি আতিকুল ইসলাম এবং পূবাইল রেলস্টেশন মাস্টার মুসা জানিয়েছেন।
নিহত ২৫ বছর বয়সী হাফেজা খাতুন মালা গাজীপুরের কালীগঞ্জ উপজেলার দক্ষিণ নতুন সোমবাজার এলাকর মোজাম্মেল হকের মেয়ে।
তার দুই সন্তান হলো- আট বছরের মেয়ে প্রথম শ্রেণির শিক্ষার্থী তাবাসসুম ও পাঁচ বছরের ছেলে মারুফ।
পুলিশ বলছে, তাৎক্ষণিকভাবে মালার স্বামীর নাম জানা যায়নি। তবে তার শ্বশুরবাড়ি জয়দেবপুর থানার আতুরী এলাকায় বলে জানা গেছে।
ওসি আতিকুল বলেন, মালা বেগম নামের এক নারী তার দুই সন্তান নিয়ে ট্রেনের নিচে ঝাঁপিয়ে পড়ে ‘আত্মহত্যা’ করেছে বলে তারা জানতে পেরেছেন। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে; তদন্তে বিস্তারিত জানা যাবে।
তিনি বলেন, “নিহত মালা বেগমের সঙ্গে থাকা দুই শিশু তার সন্তান বলেই জানা গেছে। তবে তাৎক্ষণিকভাবে তাদের নাম জানাতে পারেনি পুলিশ।”
এলাকাবাসী বলছে, সকালে নগরীর পূবাইল রেল ক্রসিংয়ের পূর্ব পাশে নয়ানী পাড়া ফাটপার এলাকার রেললাইনের ওপরে মালা বেগম তার দুই সন্তানকে নিয়ে ট্রেনের নিচে ঝাঁপ দেন। এ সময় চলন্ত রেলের নিচে পড়ে মা ও দুই সন্তানের শরীর খণ্ডবিখণ্ড হয়ে যায়।
পরে খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ গিয়ে তিনজনের মরদেহ উদ্ধার করে।
নিহতদের পারিবারের বরাতে পূবাইল রেলস্টেশন মাস্টার মুসা বলেন, “মালা তার শ্বশুরবাড়ি আতুরীতে সন্তানদের নিয়ে থাকতেন। সকালে ওই বাড়িতে ঝগড়া হয় বলে জানা গেছে।
“মেয়েকে ইউনিফর্ম পরিয়ে স্কুলের উদ্দেশে বাড়ি থেকে বের হন মালা। পরে সন্তানদের নিয়ে ব্রাহ্মণবাড়িয়াগামী তিতাস কমিউটার ট্রেনের নিচে ঝাঁপ দেন। এতে ঘটনাস্থলেই তিনজনের মৃত্যু হয়।”