সোমবার ২৬ জানুয়ারি ২০২৬, মাঘ ১৩ ১৪৩২, ০৭ শা'বান ১৪৪৭

ব্রেকিং

ইস্তাম্বুলের আদুরে পথবিড়াল : সুলতানের মতো জীবন যুক্তরাষ্ট্রের দক্ষিণ থেকে উত্তর-পূর্বাঞ্চলে তীব্র শীতকালীন ঝড় ভোটের ছুটির প্রজ্ঞাপন জারি ডাকসু থেকে সর্বমিত্র চাকমার পদত্যাগ সালমান এফ রহমান ও আবেদপুত্র সোহান ৪ দিনের রিমান্ডে জুলাই হত্যার দুই মামলায় শেখ হাসিনার বিরুদ্ধে পরোয়ানা চানখাঁরপুলে ৬ হত্যা: সাবেক ডিএমপি কমিশনার হাবিবসহ ৩ পুলিশ কর্মকর্তার মৃত্যুদণ্ড ব্যাংক থেকে কর্পোরেট ঋণ কমানো হবে: গভর্নর ৩ দিনের সফরে খুলনা-ময়মনসিংহ বিভাগে যাচ্ছেন জামায়াত আমির দুই সন্তানকে নিয়ে ট্রেনের নিচে ঝাঁপ দিলেন গৃহবধূ উত্তরের মানুষ মৈত্রী হাসপাতালে পাবেন উন্নত চিকিৎসা: ইউনূস লক্ষ্মীপুরে বিএনপি-জামায়াত কর্মীদের মধ্যে হাতাহাতি, হাসপাতালে ভর্তি ৬ জুলাই যোদ্ধাদের দায়মুক্তি ও আইনি সুরক্ষা দিয়ে অধ্যাদেশ জারি সোনা ও রুপার দামে ফের রেকর্ড ফিলিপাইনে ফেরি ডুবে নিহত ১৫, নিখোঁজ ২৮ মেক্সিকোর ফুটবল মাঠে ১১ জনকে হত্যা করেছে সশস্ত্র হামলাকারীরা

আন্তর্জাতিক

স্পেনে রেল দুর্ঘটনায় মৃতদের স্মরণে নানা কর্মসূচি

 প্রকাশিত: ১৫:৪৫, ২৬ জানুয়ারি ২০২৬

স্পেনে রেল দুর্ঘটনায় মৃতদের স্মরণে নানা কর্মসূচি

দক্ষিণ স্পেনের হুয়েলভা ও আদামুজ শহরে মর্মান্তিক রেল দুর্ঘটনায় মৃতদের স্মরণে রোববার নানা কর্মসূচি পালিত হয়েছে। 
ভয়াবহ ওই দুর্ঘটনার এক সপ্তাহ পূর্তি উপলক্ষে এ সব অনুষ্ঠানের আয়োজন করা হয়।

গত রোববার আন্দালুসিয়া অঞ্চলের আদামুজ গ্রামের কাছে দুটি দ্রুতগতির ট্রেনের মুখোমুখি সংঘর্ষে ৪৫ জন প্রাণ হারান। 

এই দুর্ঘটনায় মৃতদের অধিকাংশই হুয়েলভার বাসিন্দা।

হুয়েলভায় আয়োজিত স্মরণ অনুষ্ঠানে স্থানীয় সময় সন্ধ্যা ৭টা ৪৩ মিনিটে এক মিনিট নীরবতা পালন করা হয়। ঠিক ওই সময়েই দুর্ঘটনাটি ঘটেছিল। 

খবর বার্তা সংস্থা এএফপি’র।

এই দুর্ঘটনার সময় একটি ট্রেন মাদ্রিদ থেকে হুয়েলভায় যাচ্ছিল।  মালাগা থেকে মাদ্রিদগামী আরেকটি ট্রেনের সঙ্গে হুয়েলভাগামী ট্রেনটির মুখোমুখি সংঘর্ষ ঘটে। 

এই দুর্ঘটনায় মৃতদের ৪৫ জনের মধ্যে ৩৬ জন ছিলেন হুয়েলভাগামী ট্রেনের যাত্রী। আহত হয়ে আরও ২২ জন এখনও হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।

অন্যদিকে, আদামুজে রোববার নিহতদের স্মরণে এক অন্ত্যেষ্টিক্রিয়া অনুষ্ঠিত হয়। দুর্ঘটনার পর স্থানীয় বাসিন্দারাই প্রথম উদ্ধার কাজে এগিয়ে এসেছিলেন। 

অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে আদামুজের মেয়র রাফায়েল অ্যাঞ্জেল মোরেনো স্থানীয় জনগণের গভীর শোকের কথা তুলে ধরেন। এ সময় কর্দোবার বিশপ যিশু ফার্নান্দেজ ধর্মীয় আনুষ্ঠানিকতায় সভাপতিত্ব করেন।

তদন্তকারীদের প্রাথমিক ধারণা অনুযায়ী, রেললাইনের একটি ফাটলের কারণে ট্রেনটি লাইনচ্যুত হয়ে থাকতে পারে। চালকের ভুলের সম্ভাবনা ইতোমধ্যে নাকচ করা হয়েছে।

দুর্ঘটনায় দুই চালকের মধ্যে একজন মারা যান।

এই দুর্ঘটনা ও পরবর্তী কয়েক দিনে স্পেনের রেল নেটওয়ার্কে ঘটে যাওয়া আরও কয়েকটি বিচ্ছিন্ন ঘটনার কারণে দেশটির রেল নিরাপত্তা ব্যবস্থা নিয়ে প্রশ্ন উঠেছে।