ভোটের ছুটির প্রজ্ঞাপন জারি
ত্রয়োদশ সংসদ নির্বাচন ও গণভোটের দিনের পাশাপাশি তার আগের দিনও সারাদেশে সরকারি ছুটি ঘোষণা করে প্রজ্ঞাপন জারি করেছে সরকার।
এছাড়াও শিল্পাঞ্চলের শ্রমিক ও কর্মচারীদের জন্য বিশেষ ছুটি ঘোষণা করা হয়েছে ১০ ফেব্রুয়ারি।
এর ফলে যেসব প্রতিষ্ঠানে শুক্র-শনিবার ছুটি থাকে, তাদের জন্য ভোটের পরের দুইদিন মিলিয়ে টানা চারদিন ছুটি থাকছে।
বৃহস্পতিবার উপদেষ্টা পরিষদের সভায় ছুটির এ সিদ্ধান্ত হওয়ার তথ্য দিয়েছিলেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম জানিয়েছেন। এর চারদিন পর তার প্রজ্ঞাপন জারি করল জনপ্রশাসন মন্ত্রণালয়।
প্রতীক বরাদ্দের পর বৃহস্পতিবার থেকে আনুষ্ঠানিক প্রচারে নেমেছেন প্রায় দুই হাজার প্রার্থী। ১০ ফেব্রুয়ারি সকাল সাড়ে ৭টা পর্যন্ত তারা প্রচার চালানোর সুযোগ পাবেন।
এরপর ১২ ফেব্রুয়ারি বৃহস্পতিবার সকাল সাড়ে ৭টা থেকে বিকাল সাড়ে ৪টা পর্যন্ত একটানা ভোটগ্রহণ চলবে।