সোমবার ২৬ জানুয়ারি ২০২৬, মাঘ ১৩ ১৪৩২, ০৭ শা'বান ১৪৪৭

ব্রেকিং

ইস্তাম্বুলের আদুরে পথবিড়াল : সুলতানের মতো জীবন যুক্তরাষ্ট্রের দক্ষিণ থেকে উত্তর-পূর্বাঞ্চলে তীব্র শীতকালীন ঝড় ভোটের ছুটির প্রজ্ঞাপন জারি ডাকসু থেকে সর্বমিত্র চাকমার পদত্যাগ সালমান এফ রহমান ও আবেদপুত্র সোহান ৪ দিনের রিমান্ডে জুলাই হত্যার দুই মামলায় শেখ হাসিনার বিরুদ্ধে পরোয়ানা চানখাঁরপুলে ৬ হত্যা: সাবেক ডিএমপি কমিশনার হাবিবসহ ৩ পুলিশ কর্মকর্তার মৃত্যুদণ্ড ব্যাংক থেকে কর্পোরেট ঋণ কমানো হবে: গভর্নর ৩ দিনের সফরে খুলনা-ময়মনসিংহ বিভাগে যাচ্ছেন জামায়াত আমির দুই সন্তানকে নিয়ে ট্রেনের নিচে ঝাঁপ দিলেন গৃহবধূ উত্তরের মানুষ মৈত্রী হাসপাতালে পাবেন উন্নত চিকিৎসা: ইউনূস লক্ষ্মীপুরে বিএনপি-জামায়াত কর্মীদের মধ্যে হাতাহাতি, হাসপাতালে ভর্তি ৬ জুলাই যোদ্ধাদের দায়মুক্তি ও আইনি সুরক্ষা দিয়ে অধ্যাদেশ জারি সোনা ও রুপার দামে ফের রেকর্ড ফিলিপাইনে ফেরি ডুবে নিহত ১৫, নিখোঁজ ২৮ মেক্সিকোর ফুটবল মাঠে ১১ জনকে হত্যা করেছে সশস্ত্র হামলাকারীরা

লাইফস্টাইল

দাড়িতে খুশকি? শীতকালে করণীয় সহজ যত্ন

 প্রকাশিত: ১৭:১৭, ২৬ জানুয়ারি ২০২৬

দাড়িতে খুশকি? শীতকালে করণীয় সহজ যত্ন

শীত মৌসুমে শুধু মাথার ত্বকই নয়, দাড়ির নিচের ত্বকও শুষ্ক হয়ে খুশকির মতো ঝরতে পারে। এতে চুলকানি, লালচে ভাব ও অস্বস্তি দেখা দেয়। তবে নিয়মিত ও সঠিক যত্ন নিলে এই সমস্যা অনেকটাই কমানো সম্ভব।

নিয়মিত পরিষ্কার

সপ্তাহে অন্তত ৩–৪ দিন মাইল্ড বিয়ার্ড শ্যাম্পু বা সালফেট-মুক্ত ফেসওয়াশ দিয়ে দাড়ি ধুয়ে পরিষ্কার রাখুন। সাধারণ চুলের শ্যাম্পু ব্যবহার এড়িয়ে চলাই ভালো, কারণ এগুলো দাড়ির ত্বক অতিরিক্ত শুষ্ক করে দিতে পারে।

ময়েশ্চারাইজিং জরুরি

দাড়ির ত্বক আর্দ্র রাখতে প্রতিদিন কয়েক ফোঁটা বিয়ার্ড অয়েল ব্যবহার করুন। নারকেল তেল, জোজোবা অয়েল বা অর্গান অয়েল ত্বক নরম রাখে এবং খুশকি কমাতে সহায়ক।

দাড়ি ব্রাশ করুন

নিয়মিত চিরুনি বা নরম ব্রাশ ব্যবহার করলে মৃত কোষ দূর হয় এবং ত্বকে রক্ত সঞ্চালন বাড়ে। এতে চুলকানি ও জ্বালাপোড়া কম থাকে।

গরম পানি এড়িয়ে চলুন

খুব গরম পানি ত্বকের প্রাকৃতিক তেল ধুয়ে নেয়। দাড়ি ধোয়ার সময় কুসুম গরম বা স্বাভাবিক তাপমাত্রার পানি ব্যবহার করুন।

সুষম খাদ্যাভ্যাস বজায় রাখুন

পর্যাপ্ত পানি পান করুন। খাদ্যতালিকায় ভিটামিন বি, জিঙ্ক ও ওমেগা–৩ ফ্যাটি অ্যাসিডসমৃদ্ধ খাবার রাখুন—যেমন ডিম, মাছ, বাদাম ও সবুজ শাকসবজি।

পরামর্শ

খুশকি যদি অতিরিক্ত হয়, সঙ্গে লালচে ভাব বা তীব্র চুলকানি দেখা দেয়, তবে ডার্মাটোলজিস্টের পরামর্শ নিন। এটি সেবোরিক ডার্মাটাইটিসের লক্ষণও হতে পারে।

শীতকালে দাড়ির সুস্থতার জন্য নিয়মিত পরিষ্কার, পর্যাপ্ত ময়েশ্চারাইজিং এবং সুষম খাদ্যাভ্যাসই সবচেয়ে কার্যকর সমাধান।