মঙ্গলবার ২০ জানুয়ারি ২০২৬, মাঘ ৭ ১৪৩২, ০১ শা'বান ১৪৪৭

আন্তর্জাতিক

কিয়েভে রুশ হামলায় ৫ হাজারেরও বেশি বাড়ি বিদ্যুৎবিহীন : মেয়র

 আপডেট: ১৪:৪৫, ২০ জানুয়ারি ২০২৬

কিয়েভে রুশ হামলায় ৫ হাজারেরও বেশি বাড়ি বিদ্যুৎবিহীন : মেয়র

রাশিয়া ইউক্রেনের রাজধানী কিয়েভে গতরাতে বিমান হামলা চালিয়েছে। রাশিয়ার ওই হামলার ফলে হাজার হাজার বাড়ি বিদ্যুৎবিহীন হয়ে পড়েছে। 

রাশিয়ার হামলায় বিদ্যুৎ ব্যবস্থা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হওয়ায় মাইনাস ১৪ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় হিটিং সিস্টেম বা গরমের ব্যবস্থা ছাড়াই দিন কাটাতে হচ্ছে শহরটির বাসিন্দাদের। মেয়র ভিতালি ক্লিটসকো আজ মঙ্গলবার এ কথা জানান।

খবর বার্তা সংস্থা এএফপি’র।

তিনি টেলিগ্রামে এক বার্তায় বলেন, রাশিয়ার হামলার ফলে শহরের ৫,৬৩৫টি আবাসিক ভবন বিদ্যুৎবিহীন
হয়ে পড়েছে। বিদ্যুৎ না থাকায় একটি বড় এলাকায় পানি সরবরাহ বন্ধ রয়েছে।