সোমবার ২৬ জানুয়ারি ২০২৬, মাঘ ১৩ ১৪৩২, ০৭ শা'বান ১৪৪৭

ব্রেকিং

ভোট সুষ্ঠু করতে সশস্ত্র বাহিনীকে সর্বোচ্চ সতর্ক থাকার নির্দেশ প্রধান উপদেষ্টার যুবকরা ন্যায় ইনসাফের দেশ চায় : ডা. শফিকুর রহমান শুধু ভোট দিলেই চলবে না, ভোটের হিসাব বুঝে নিতে হবে: তারেক রহমান যুক্তরাষ্ট্রের দক্ষিণ থেকে উত্তর-পূর্বাঞ্চলে তীব্র শীতকালীন ঝড় ভোটের ছুটির প্রজ্ঞাপন জারি ডাকসু থেকে সর্বমিত্র চাকমার পদত্যাগ সালমান এফ রহমান ও আবেদপুত্র সোহান ৪ দিনের রিমান্ডে জুলাই হত্যার দুই মামলায় শেখ হাসিনার বিরুদ্ধে পরোয়ানা চানখাঁরপুলে ৬ হত্যা: সাবেক ডিএমপি কমিশনার হাবিবসহ ৩ পুলিশ কর্মকর্তার মৃত্যুদণ্ড ব্যাংক থেকে কর্পোরেট ঋণ কমানো হবে: গভর্নর ৩ দিনের সফরে খুলনা-ময়মনসিংহ বিভাগে যাচ্ছেন জামায়াত আমির দুই সন্তানকে নিয়ে ট্রেনের নিচে ঝাঁপ দিলেন গৃহবধূ উত্তরের মানুষ মৈত্রী হাসপাতালে পাবেন উন্নত চিকিৎসা: ইউনূস লক্ষ্মীপুরে বিএনপি-জামায়াত কর্মীদের মধ্যে হাতাহাতি, হাসপাতালে ভর্তি ৬ জুলাই যোদ্ধাদের দায়মুক্তি ও আইনি সুরক্ষা দিয়ে অধ্যাদেশ জারি ফিলিপাইনে ফেরি ডুবে নিহত ১৫, নিখোঁজ ২৮ মেক্সিকোর ফুটবল মাঠে ১১ জনকে হত্যা করেছে সশস্ত্র হামলাকারীরা

শিশু

শেরপুরে মা ও শিশু সহায়তা কার্যক্রম বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা

 প্রকাশিত: ১৯:৪৫, ২৬ জানুয়ারি ২০২৬

শেরপুরে মা ও শিশু সহায়তা কার্যক্রম বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা

জেলায় মা ও শিশু সহায়তা কার্যক্রম নির্দেশিকা বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের অধীনে বাস্তবায়িত ‘সাপোর্টিং ইমপ্লিমেন্টেশন অব দ্যা মাদার অ্যান্ড চাইল্ড বেনিফিট প্রোগ্রাম’ প্রকল্পের আওতায় ২০২৫-২৬ অর্থবছরে শেরপুর পৌরসভা পর্যায়ে ‘মা ও শিশু সহায়তা কর্মসূচি বাস্তবায়নে ওই প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়।

আজ সোমবার বেলা ১১ টায় শেরপুর পৌরসভা হলরুমে প্রশিক্ষণ কর্মশালায় ভার্চুয়ালি যুক্ত হয়ে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, নারী ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের যুগ্ম সচিব মোহাম্মদ ইফতেখার হোসেন।

শেরপুর পৌরসভার প্রশাসক আরিফা সিদ্দিকার সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন, জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের উপপরিচালক মোহাম্মদ লুৎফুল কবীর।

এসময় অন্যানোদের মধ্যে বক্তব্য রাখেন, পৌরসভার প্রধান নির্বাহী কর্মকর্তা ফারজানা আক্তার ববি, বিশিষ্ট সমাজসেবী রাজিয়া সামাদ ডালিয়া, জেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মাসুদ হাসান বাদল, পৌর নির্বাহী কর্মকর্তা আবু লায়েস মো. বজলুল করিম প্রমুখ।

প্রশিক্ষণে বক্তারা ভাতা প্রদান পদ্ধতির প্রচারণা বৃদ্ধি, আবেদনের ভোগান্তি কমানো, প্রকৃত দরিদ্র সুবিধাভোগী নির্বাচন এবং নির্বাচন প্রক্রিয়া সহজীকরণে কার্যকর পদ্ধতি বাস্তবায়ন কৌশল নিয়ে আলোচনা করেন।

কর্মশালায় জানানো হয়, বর্তমানে জেলায় প্রায় ৩৫ হাজার গর্ভবর্তী মা ও শিশু ভাতার আওতায় রয়েছেন। এছাড়া জেলার ৫২টি ইউনিয়ন ও পৌরসভায় প্রতিমাসে নতুন করে প্রায় ৮শ জন ভাতাভোগী অন্তর্ভূক্ত করার জন্য আবেদন আহ্বান করা হচ্ছে।

কর্মশালায় পৌরসভার বিভিন্ন স্তরের কর্মকর্তা, ভাতাভোগী, ভাতা বিতরণের সঙ্গে যুক্ত ব্যাংক এশিয়া ও বিকাশের প্রতিনিধি এবং সাংবাদিকরা অংশগ্রহণ করেন।