শেরপুরে মা ও শিশু সহায়তা কার্যক্রম বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা
জেলায় মা ও শিশু সহায়তা কার্যক্রম নির্দেশিকা বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের অধীনে বাস্তবায়িত ‘সাপোর্টিং ইমপ্লিমেন্টেশন অব দ্যা মাদার অ্যান্ড চাইল্ড বেনিফিট প্রোগ্রাম’ প্রকল্পের আওতায় ২০২৫-২৬ অর্থবছরে শেরপুর পৌরসভা পর্যায়ে ‘মা ও শিশু সহায়তা কর্মসূচি বাস্তবায়নে ওই প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়।
আজ সোমবার বেলা ১১ টায় শেরপুর পৌরসভা হলরুমে প্রশিক্ষণ কর্মশালায় ভার্চুয়ালি যুক্ত হয়ে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, নারী ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের যুগ্ম সচিব মোহাম্মদ ইফতেখার হোসেন।
শেরপুর পৌরসভার প্রশাসক আরিফা সিদ্দিকার সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন, জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের উপপরিচালক মোহাম্মদ লুৎফুল কবীর।
এসময় অন্যানোদের মধ্যে বক্তব্য রাখেন, পৌরসভার প্রধান নির্বাহী কর্মকর্তা ফারজানা আক্তার ববি, বিশিষ্ট সমাজসেবী রাজিয়া সামাদ ডালিয়া, জেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মাসুদ হাসান বাদল, পৌর নির্বাহী কর্মকর্তা আবু লায়েস মো. বজলুল করিম প্রমুখ।
প্রশিক্ষণে বক্তারা ভাতা প্রদান পদ্ধতির প্রচারণা বৃদ্ধি, আবেদনের ভোগান্তি কমানো, প্রকৃত দরিদ্র সুবিধাভোগী নির্বাচন এবং নির্বাচন প্রক্রিয়া সহজীকরণে কার্যকর পদ্ধতি বাস্তবায়ন কৌশল নিয়ে আলোচনা করেন।
কর্মশালায় জানানো হয়, বর্তমানে জেলায় প্রায় ৩৫ হাজার গর্ভবর্তী মা ও শিশু ভাতার আওতায় রয়েছেন। এছাড়া জেলার ৫২টি ইউনিয়ন ও পৌরসভায় প্রতিমাসে নতুন করে প্রায় ৮শ জন ভাতাভোগী অন্তর্ভূক্ত করার জন্য আবেদন আহ্বান করা হচ্ছে।
কর্মশালায় পৌরসভার বিভিন্ন স্তরের কর্মকর্তা, ভাতাভোগী, ভাতা বিতরণের সঙ্গে যুক্ত ব্যাংক এশিয়া ও বিকাশের প্রতিনিধি এবং সাংবাদিকরা অংশগ্রহণ করেন।