রোববার ০৭ ডিসেম্বর ২০২৫, অগ্রাহায়ণ ২৩ ১৪৩২, ১৬ জমাদিউস সানি ১৪৪৭

ব্রেকিং

‘সিদ্ধান্ত তাকেই নিতে হবে’, ভারতে শেখ হাসিনার থাকা প্রসঙ্গে জয়শঙ্কর বেগম খালেদা জিয়ার নেতৃত্ব ও প্রজ্ঞা মূল্যবান সম্পদ : আসিফ মাহমুদ খালেদা জিয়াকে হাসপাতালে দেখতে গেলেন জুবাইদা রহমান খালেদা জিয়ার শারীরিক অবস্থা ‘অপরিবর্তিত’ মাগুরায় সাব-রেজিস্ট্রি ও ভূমি অফিসে পেট্রোল বোমা, পুড়ল দলিল-আসবাব পোস্টাল ভোটিং: তফসিল ঘোষণার দিন থেকে দেশে নিবন্ধন তারেক রহমানের না ফেরা নিয়ে গুঞ্জনের কোনো ভিত্তি নেই: আমীর খসরু এবার স্ন্যাপচ্যাট ও ফেইসটাইম নিষিদ্ধ করল রাশিয়া জন্মসূত্রে নাগরিকত্ব বিষয়ে সম্মত যুক্তরাষ্ট্রের সুপ্রিম কোর্ট মিয়ানমারের প্রবাসী নাগরিকদের আগাম ভোটগ্রহণ শুরু থাইল্যান্ডে আরও পেছাতে পারে খালেদা জিয়ার লন্ডনযাত্রা মঞ্জু-আনিসুলের নেতৃত্বে আসছে নতুন জোট আগারগাঁওয়ে গ্যাসের আগুনে একই পরিবারের দগ্ধ ৭ সীমান্তে পাকিস্তান-আফগানিস্তান তুমুল গোলাগুলি ফিফা শান্তি পুরস্কার চালু হল ট্রাম্পকে দিয়ে

লাইফস্টাইল

ওজন বাড়ছে না? খাদ্যতালিকায় রাখুন এই ৭টি খাবার

 প্রকাশিত: ০৯:১৭, ৭ অক্টোবর ২০২৫

ওজন বাড়ছে না? খাদ্যতালিকায় রাখুন এই ৭টি খাবার

বয়স এবং উচ্চতার সঙ্গে সঙ্গে শরীরের ওজন না বাড়লে অনেকেই হতাশা বা বিব্রতবোধে ভোগেন। কম ওজন শুধু দেহকে দুর্বল করে না, সামাজিক ও মানসিক চাপও তৈরি করে। কিন্তু হতাশ হওয়ার আগে ওজন না বাড়ার কারণ বুঝতে হবে।

 

অনেক সময় থাইরয়েড সমস্যা, বিশেষ করে হাইপারথাইরয়েডিজম, ডায়াবেটিস বা হজমসংক্রান্ত সমস্যার কারণে ওজন বাড়ে না। যদি এই ধরনের কোনো সমস্যা না থাকে, তাহলে খাদ্যতালিকায় পরিবর্তন আনা জরুরি। নিয়মিত এই ৭টি খাবার খেলে স্বাস্থ্যকরভাবে ওজন বৃদ্ধি সম্ভব।

 

ডিম: প্রতিদিন ৩–৪টি সেদ্ধ ডিম খেতে পারেন। এতে থাকা প্রোটিন, চর্বি ও ক্যালরি শরীরকে শক্তি দেয় এবং সহজেই ওজন বাড়ায়। মাঝে মাঝে ভাজা ডিমও খাওয়া যেতে পারে, তবে কাঁচা ডিম কখনোই না।

 

 

ভাতের মাড়: ভাতের মাড় শক্তি ও ক্যালরিতে ভরপুর। ভাত ছেঁকে নেওয়ার পর মাড়টি অল্প লবণ মিশিয়ে পান করুন। এটি শরীরকে শক্তি যোগায় এবং ওজন বৃদ্ধিতে সাহায্য করে।

 

শুকনো ফল: ওজন বাড়াতে শুকনো ফল যেমন কাজুবাদাম, কিশমিশ, খেজুর, আমণ্ড খান। এগুলোতে প্রচুর ক্যালরি ও পুষ্টি রয়েছে। প্রতিদিন নাশতার সঙ্গে ১০–১২টি বাদাম বা খেজুর খেলে অল্প দিনে ওজন বাড়তে শুরু করবে।

 

পিনাট বাটার: পিনাট বাটার উচ্চ ক্যালরিযুক্ত। প্রতিদিন একবার পাউরুটি বা বিস্কুটের সঙ্গে খানিকটা পিনাট বাটার খেতে পারেন। সন্তানদেরও ওজন বাড়াতে পিনাট বাটারসহ পাউরুটি দেওয়া যেতে পারে।

 

তাজা ফল: স্বাস্থ্যকর উপায়ে ওজন বাড়াতে নাশতায় রাখুন মিষ্টিজাতীয় ফল—যেমন কলা, আপেল, আঙুর, নাশপাতি। এগুলো ক্যালরির যোগান দেয় এবং স্বাস্থ্যকরভাবে ওজন বাড়াতে সাহায্য করে।

 

আলু: আলুতে প্রচুর কার্বোহাইড্রেট ও কমপ্লেক্স সুগার থাকে, যা ওজন বৃদ্ধিতে সহায়ক। প্রতিদিন দুই বেলা খাবারের সঙ্গে সেদ্ধ আলু খেতে পারেন। চাইলে অলিভ অয়েলে ভাজা আলুর চিপসও স্ন্যাকস হিসেবে খাওয়া যেতে পারে।

 

সবজি ও ডাল: পরোটার সঙ্গে শুধু ভারী খাবার নয়, মাঝে মাঝে সবজি ও ডাল রাখুন। আলু, গাজর, শিমসহ বিভিন্ন সবজি এবং ডাল ওজন বাড়াতে সাহায্য করে।