রোববার ০৭ ডিসেম্বর ২০২৫, অগ্রাহায়ণ ২৩ ১৪৩২, ১৬ জমাদিউস সানি ১৪৪৭

ব্রেকিং

‘সিদ্ধান্ত তাকেই নিতে হবে’, ভারতে শেখ হাসিনার থাকা প্রসঙ্গে জয়শঙ্কর বেগম খালেদা জিয়ার নেতৃত্ব ও প্রজ্ঞা মূল্যবান সম্পদ : আসিফ মাহমুদ খালেদা জিয়াকে হাসপাতালে দেখতে গেলেন জুবাইদা রহমান খালেদা জিয়ার শারীরিক অবস্থা ‘অপরিবর্তিত’ মাগুরায় সাব-রেজিস্ট্রি ও ভূমি অফিসে পেট্রোল বোমা, পুড়ল দলিল-আসবাব পোস্টাল ভোটিং: তফসিল ঘোষণার দিন থেকে দেশে নিবন্ধন তারেক রহমানের না ফেরা নিয়ে গুঞ্জনের কোনো ভিত্তি নেই: আমীর খসরু এবার স্ন্যাপচ্যাট ও ফেইসটাইম নিষিদ্ধ করল রাশিয়া জন্মসূত্রে নাগরিকত্ব বিষয়ে সম্মত যুক্তরাষ্ট্রের সুপ্রিম কোর্ট মিয়ানমারের প্রবাসী নাগরিকদের আগাম ভোটগ্রহণ শুরু থাইল্যান্ডে আরও পেছাতে পারে খালেদা জিয়ার লন্ডনযাত্রা মঞ্জু-আনিসুলের নেতৃত্বে আসছে নতুন জোট আগারগাঁওয়ে গ্যাসের আগুনে একই পরিবারের দগ্ধ ৭ সীমান্তে পাকিস্তান-আফগানিস্তান তুমুল গোলাগুলি ফিফা শান্তি পুরস্কার চালু হল ট্রাম্পকে দিয়ে

রাজনীতি

জনসেবার রাজনীতি করতে চাই: মাওলানা ফখরুল ইসলাম

 আপডেট: ১৬:৩৫, ১৩ অক্টোবর ২০২৫

জনসেবার রাজনীতি করতে চাই: মাওলানা ফখরুল ইসলাম

বিয়ানীবাজার উপজেলার কুড়ারবাজার ইউনিয়নের ১নং ওয়ার্ড দেউলগ্রামবাসীর সাথে জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ মনোনীত সিলেট-৬ (গোলাপগঞ্জ-বিয়ানীবাজার) আসনের সংসদ সদস্য পদপ্রার্থী হাফিজ মাওলানা মুহাম্মদ ফখরুল ইসলাম-এর এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (১২ অক্টোবর) সন্ধ্যায় অনুষ্ঠিত এ মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন মাওলানা আব্দুল আউয়াল নাগপুরী।

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট-৬ আসনে জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী হাফিজ মাওলানা মুহাম্মদ ফখরুল ইসলাম।

সভায় তিনি বলেন,আমি আমার উন্নয়ন পরিকল্পনা বাস্তবায়নের কাজ শুরু করেছি। অতীতেও মানুষের কল্যাণে কাজ করেছি, ইনশাআল্লাহ ভবিষ্যতেও আপনাদের সেবায় নিয়োজিত থাকবো। রাজনীতিতে এসেছি মানুষের সেবা করার জন্য,ক্ষমতা বা স্বার্থের জন্য নয়। আপনাদের সুখে-দুঃখে সর্বদা পাশে থাকতে চাই।”

তিনি আরও বলেন,দেউলগ্রামসহ কুড়ারবাজার ইউনিয়নের সার্বিক উন্নয়ন আমার অগ্রাধিকার। এজন্য আমি উন্নয়নের ১০ দফা পরিকল্পনা প্রণয়ন করেছি,যা বাস্তবায়নে জনগণের সহযোগিতা কামনা করছি।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ বিয়ানীবাজার উপজেলা উপদেষ্টা মাওলানা আসআদ উদ্দিন আল মাহমুদ,উপজেলা জমিয়তের সহ-সভাপতি মাওলানা আবুল কাসিম, বিশিষ্ট মুরব্বী আব্দুল হালিম, আতাউর রহমান, বাহার উদ্দিন, মাওলানা আহমদ কবীর,জামাল উদ্দিন ও মাওলানা সাহেদ আহমদ।

এসময় উপস্থিত দেউলগ্রামবাসী হাফিজ মাওলানা মুহাম্মদ ফখরুল ইসলাম-এর উন্নয়নমুখী বক্তব্যে সন্তোষ প্রকাশ করেন এবং তার প্রতি শুভকামনা জানান।