সোমবার ১৩ অক্টোবর ২০২৫, আশ্বিন ২৮ ১৪৩২, ২০ রবিউস সানি ১৪৪৭

আন্তর্জাতিক

গাজা থেকে মুক্ত ৭ জিম্মিকে গ্রহণ করেছে ইসরাইল

 প্রকাশিত: ১৩:৫২, ১৩ অক্টোবর ২০২৫

গাজা থেকে মুক্ত ৭ জিম্মিকে গ্রহণ করেছে ইসরাইল

গাজা থেকে মুক্তি পাওয়া সাত ইসরাইলি জিম্মিকে সোমবার গ্রহণ করেছে দেশটির সেনাবাহিনী ও নিরাপত্তা সংস্থা।

জেরুজালেম থেকে এএফপি জানায়, এর আগে তাদের রেড ক্রসের কাছে হস্তান্তর করা হয়েছিল।

ইসরাইলের পররাষ্ট্র মন্ত্রণালয় সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ লিখেছে, ‘৭৩৮ দিন ধরে এই কথাটি বলার অপেক্ষায় ছিলাম: নিজ গৃহে স্বাগতম।’

মন্ত্রণালয় মুক্তি পাওয়া জিম্মিদের নামও প্রকাশ করেছে। তারা হলেন-গাই গিলবোয়া দালাল, আইতান মোর, মাতান অ্যাংগ্রেস্ট, আলোন ওহেল, গালি, জিভ বারম্যান ও ওমরি মিরান।