অবমাননার প্রতিবাদে নর্থ-সাউথে বিনামূল্যে কোরআন বিতরণ

নর্থ-সাউথ বিশ্ববিদ্যালয়ে বিনামূল্যে কোরআন বিতরণ করা হয়েছে। অপূর্ব পাল নামে এক শিক্ষার্থীর কোরআন অবমাননার প্রতিবাদে এ কর্মসূচির আয়োজন করে শিক্ষার্থীরা।
মঙ্গলবার (৭ অক্টোবর) দুপুরে রাজধানীর বসুন্ধরা এলাকায় অবস্থিত বিশ্ববিদ্যালয়টির ৮ নম্বর ফটকে উদ্যোগের'ফ্রি কোরআন ডিস্ট্রিবিউশন’ নামে নর্থ সাউথ বিশ্ববিদ্যালয় সাধারণ শিক্ষার্থীদের ব্যানারে এ কর্মসূচির আয়োজন করা হয়।
কর্মসূচিতে অংশ নেওয়া শিক্ষার্থীরা বলেন, কোনো ধর্মের পবিত্র গ্রন্থ অবমাননা কখনই সহনীয় নয়। তাই তারা প্রতিবাদের ইতিবাচক রূপ হিসেবে কোরআন বিতরণের মাধ্যমে মানুষকে ইসলামের শিক্ষা ও মানবতার বার্তা সব শিক্ষার্থীর কাছে পৌঁছে দিতে চান।
প্রসঙ্গত, পবিত্র কোরআন অবমাননার দায়ে নর্থ-সাউথ বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ অপূর্ব পালকে গত রোববার (৫ অক্টোবর) স্থায়ীভাবে বহিষ্কার করে কর্তৃপক্ষ। ইতোমধ্যে ওই শিক্ষার্থীকে গ্রেপ্তার করেছে পুলিশ। তিনি বর্তমানে কারাগারে আছেন।