সোমবার ১৩ অক্টোবর ২০২৫, আশ্বিন ২৮ ১৪৩২, ২০ রবিউস সানি ১৪৪৭

শিশু

দিনাজপুরে শিশু অধিকার সপ্তাহে শিক্ষা উপকরণ বিতরণ

 প্রকাশিত: ১৫:৩৫, ১৩ অক্টোবর ২০২৫

দিনাজপুরে শিশু অধিকার সপ্তাহে শিক্ষা উপকরণ বিতরণ

দিনাজপুর, ১৩ অক্টোবর, ২০২৫ (বাসস): শিশু অধিকার সপ্তাহ উপলক্ষে কারিতাসের উদ্যোগে জেলায় এক হাজার ৫৪২ জন শিশু শিক্ষার্থীদের মাঝে প্রয়োজনীয় শিক্ষা উপকরণ বিতরণ করা হয়েছে।

এবারের শিশু অধিকার সপ্তাহের প্রতিপাদ্য স্লোগান ‘শিশুর কথা শুনব আজ, শিশুর জন্য করব কাজ’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে শিশুদের শিক্ষা ও উপকরণ বিতরণ কার্যক্রম শুরু করা হয়।

আজ সোমবার সকাল সাড়ে ১০টায় কারিতাস দিনাজপুর অঞ্চলের আয়োজনে বিশ্ব শিশু দিবস ও শিশু অধিকার সপ্তাহ উদযাপন উপলক্ষ্যে শিশুদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ শুরু করা হয়।

জেলায় নবাবগঞ্জ উপজেলার তৃণমূল পর্যায়ে কুশদহ ইউনিয়ন পরিষদে কারিতাস লাইট প্রকল্পের শিশু শ্রমিক শিক্ষার্থীদের নিয়ে র‌্যালী ও আলোচনা সভার মাধ্যমে কর্মসূচি উদ্বোধন করা হয়েছে।

র‌্যালী ও আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা যুব উন্নয়ন কর্মকর্তা মো. মোতাহার হোসেন চৌধুরী।

অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে কুশদহ ইউনিয়নের পরিষদের সচিব মো. মুরাদ হোসেন, ইউপি সদস্য মো. একরামুল হক, কারিতাস দিনাজপুর অঞ্চল লাইট প্রকল্প কর্মকর্তা বাবলু মুর্মু, ও নবাবগঞ্জ উপজেলার শিশু সুরক্ষা কমিটির সদস্য এবং অভিভাবকরা উপস্থিত ছিলেন।