রোববার ০৭ ডিসেম্বর ২০২৫, অগ্রাহায়ণ ২৩ ১৪৩২, ১৬ জমাদিউস সানি ১৪৪৭

ব্রেকিং

ধর্মের নামে দেশে ‘বিভাজন তৈরির চেষ্টা চলছে’: মির্জা ফখরুল কওমি মাদরাসার স্বীকৃত ডিগ্রিধারীরা কাজী হতে পারবেন রংপুরে মুক্তিযোদ্ধা ও স্ত্রীকে গলা কেটে হত্যা চীনা সামরিক বিমানের রাডার লকে ক্ষুব্ধ টোকিও “দ্বিতীয় হামলার ভিডিও প্রকাশে দ্বিধায় মার্কিন প্রতিরক্ষা মন্ত্রী” ‘মিনেসোটা প্রোটোকল’ মেনেই জুলাই শহীদদের শনাক্ত করা হবে: সিআইডি বিটিআরসির সামনের সড়ক অবরোধ করলেন মোবাইল ব্যবসায়ীরা পঞ্চগড়ে শীতের দাপট, টানা দুদিন তাপমাত্রা ১০ ডিগ্রির ঘরে সুদানে ‘নৃশংসতা ঢাকার চেষ্টার’ মধ্যে মিলিশিয়া হামলা, নিহত ১১৪ মেসির জাদুতে মায়ামির বাজিমাত, ঘরে তুলল প্রথম এমএলএস কাপ নাইজেরিয়ায় ১৩ জন কৃষককে অপহরণ করেছে বন্দুকধারীরা ভারতের গোয়ায় নাইটক্লাবে অগ্নিকাণ্ডে ২৩ জনের মৃত্যু

খেলা

নেত্রকোণায় জাতীয় চ্যাম্পিয়নশীপ ফুটবল টুর্নামেন্টের দ্বিতীয় রাউন্ড

 প্রকাশিত: ০৭:৩২, ১৩ অক্টোবর ২০২৫

নেত্রকোণায় জাতীয় চ্যাম্পিয়নশীপ ফুটবল টুর্নামেন্টের দ্বিতীয় রাউন্ড

তারুণ্যের উৎসব উপলক্ষে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের পৃষ্ঠপোষকতায়, বাংলাদেশ ফুটবল ফেডারেশনের আয়োজনে জাতীয় চ্যাম্পিয়নশিপ ফুটবল টুর্নামেন্ট ২০২৫-এর সুপার ৩২ পর্বের  খেলা নেত্রকোণায় অনুষ্ঠিত হয়েছে। 

রবিবার বিকেলে জেলা  শহরের নেত্রকোণা আধুনিক স্টেডিয়াম মাঠে অনুষ্ঠিত ম্যাচে মুখোমুখি হয় নেত্রকোণা ও জামালপুর জেলা দল।

খেলা শুরুর ১৬ মিনিটে নেত্রকোণার পক্ষে প্রথম গোল করেন বিজয়। দ্বিতীয়ার্ধে ৮৬ মিনিটে কামরুলের গোলের সুবাদে ২-০ গোলের জয় নিশ্চিত হয় নেত্রকোণার। এর  আগে নিজেদের মাঠে হোম ম্যাচে জামালপুর ২-০ গোলে এগিয়ে ছিল। ফিরতি লীগে দুই দলই সমান ব্যবধানে জেতায় ফলাফল নির্ধারনে টাইব্রেকারের প্রয়োজন হয়। 

টাইব্রেকারে ৪-২ গোলে জামালপুরকে পরাজিত করে জয় ছিনিয়ে নেয় নেত্রকোণা। খেলায় অসাধারণ পারফরম্যান্সের জন্য ম্যান অব দ্য ম্যাচ নির্বাচিত হন নেত্রকোণার গোলকিপার আসিফ। এই জয়ের মাধ্যমে নেত্রকোণা জেলা দল জায়গা করে নিয়েছে জাতীয় চ্যাম্পিয়নশিপ ফুটবল টুর্নামেন্টের সুপার-১৬ পর্বে।

খেলা শেষে বিজয়ী দলের হাতে দশ হাজার টাকার প্রাইজ মানি তুলে দেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ রাফিকুজ্জামান। এসময় জেলা ক্রীড়া কর্মকর্তা সেতু আক্তারসহ জেলা ক্রীড়া অফিসের সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।