রোববার ০৭ ডিসেম্বর ২০২৫, অগ্রাহায়ণ ২৩ ১৪৩২, ১৬ জমাদিউস সানি ১৪৪৭

ব্রেকিং

‘সিদ্ধান্ত তাকেই নিতে হবে’, ভারতে শেখ হাসিনার থাকা প্রসঙ্গে জয়শঙ্কর বেগম খালেদা জিয়ার নেতৃত্ব ও প্রজ্ঞা মূল্যবান সম্পদ : আসিফ মাহমুদ খালেদা জিয়াকে হাসপাতালে দেখতে গেলেন জুবাইদা রহমান খালেদা জিয়ার শারীরিক অবস্থা ‘অপরিবর্তিত’ মাগুরায় সাব-রেজিস্ট্রি ও ভূমি অফিসে পেট্রোল বোমা, পুড়ল দলিল-আসবাব পোস্টাল ভোটিং: তফসিল ঘোষণার দিন থেকে দেশে নিবন্ধন তারেক রহমানের না ফেরা নিয়ে গুঞ্জনের কোনো ভিত্তি নেই: আমীর খসরু এবার স্ন্যাপচ্যাট ও ফেইসটাইম নিষিদ্ধ করল রাশিয়া জন্মসূত্রে নাগরিকত্ব বিষয়ে সম্মত যুক্তরাষ্ট্রের সুপ্রিম কোর্ট মিয়ানমারের প্রবাসী নাগরিকদের আগাম ভোটগ্রহণ শুরু থাইল্যান্ডে আরও পেছাতে পারে খালেদা জিয়ার লন্ডনযাত্রা মঞ্জু-আনিসুলের নেতৃত্বে আসছে নতুন জোট আগারগাঁওয়ে গ্যাসের আগুনে একই পরিবারের দগ্ধ ৭ সীমান্তে পাকিস্তান-আফগানিস্তান তুমুল গোলাগুলি ফিফা শান্তি পুরস্কার চালু হল ট্রাম্পকে দিয়ে

শিক্ষা

অনিয়মের অভিযোগে বিডিরেনে দুদকের অভিযান

 প্রকাশিত: ০৭:২৯, ১৩ অক্টোবর ২০২৫

অনিয়মের অভিযোগে বিডিরেনে দুদকের অভিযান

ক্রয়নীতি, মানবসম্পদ ব্যবস্থাপনা এবং কার্যাদেশ প্রদানে অনিয়মসহ নানাবিধ অভিযোগে বাংলাদেশ গবেষণা ও শিক্ষা নেটওয়ার্ক (বিডিরেন)-এ একটি এনফোর্সমেন্ট অভিযান পরিচালনা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

আজ রোববার দুদক প্রধান কার্যালয় থেকে এ অভিযান চালানো হয়েছে। দুদকের জনসংযোগ বিভাগ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

দুদক জানায়, অভিযানকালে অভিযোগ-সংশ্লিষ্ট বিভিন্ন রেকর্ডপত্র সংগ্রহ করা হয় এবং বিডিরেন-এর প্রধান অর্থ কর্মকর্তাসহ (সিএফও) সংশ্লিষ্ট একাধিক ব্যক্তির বক্তব্য গ্রহণ করা হয়। তথ্য-উপাত্তের তাৎক্ষণিক বিশ্লেষণে অভিযোগের প্রাথমিক সত্যতা টিমের কাছে প্রতীয়মান হয়।

এদিকে, নওগাঁ জেলার বদলগাছি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাসেবা প্রদানে হয়রানি ও নানাবিধ অনিয়মের অভিযোগে অপর একটি এনফোর্সমেন্ট অভিযান পরিচালনা করেছে দুদকের নওগাঁ সমন্বিত জেলা কার্যালয়। অভিযানকালে এনফোর্সমেন্ট টিম উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তাসহ হাসপাতালের বিভিন্ন ইউনিট পরিদর্শন করে। টিম ভর্তিকৃত রোগীদের সঙ্গে চিকিৎসাসেবা ও সার্বিক ব্যবস্থাপনা-সংক্রান্ত বিষয়ে কথা বলে এবং দায়িত্বপ্রাপ্ত চিকিৎসকগণের বায়োমেট্রিক হাজিরা তালিকা সংগ্রহ করে।

এ ছাড়াও, হাসপাতালের স্টোরহাউস থেকে ওষুধ মজুত ও বিতরণ-সংক্রান্ত স্টক রেজিস্টারসহ অন্যান্য রেকর্ডপত্র সংগ্রহ করা হয়। সরেজমিন পরিদর্শনে হাসপাতালের সার্বিক পরিবেশ অপরিচ্ছন্ন দেখা যায়, বিশেষত বাথরুমসমূহ নোংরা ও ব্যবহার-অনুপযোগী অবস্থায় পাওয়া গেছে। এছাড়াও অভিযানকালে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তার বিরুদ্ধে সরকারি গাড়ি ব্যক্তিগত প্রয়োজনে ব্যবহারের অভিযোগের প্রাথমিক সত্যতা পাওয়া যায়।

অভিযানকালে সংগৃহীত রেকর্ডপত্র পর্যালোচনা সাপেক্ষে টিম প্রাপ্ত অনিয়মসমূহের বিষয়ে পরবর্তী ব্যবস্থা গ্রহণের সিদ্ধান্ত চেয়ে কমিশন বরাবর বিস্তারিত প্রতিবেদন দাখিল করা হবে বলে সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।