গাজায় ৭ ইসরাইলি জিম্মিকে রেড ক্রসের কাছে হস্তান্তর

গাজায় সাত ইসরায়েলি জিম্মিকে সোমবার রেড ক্রসের কাছে হস্তান্তর করা হয়েছে।
জেরুজালেম থেকে এএফপি এ খবর জানায়।
ইসরাইলি সেনাবাহিনী ও নিরাপত্তা সংস্থার তথ্য অনুযায়ী, ২০ জন জীবিত জিম্মির মধ্যে এরা প্রথম দল।
এক বিবৃতিতে বলা হয়, ‘রেড ক্রসের দেওয়া তথ্য অনুযায়ী, সাতজন জিম্মিকে তাদের হেফাজতে নেওয়া হয়েছে এবং তারা এখন গাজা উপত্যকায় অবস্থানরত ইসরাইলি প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) ও নিরাপত্তা সংস্থা (আইএসএ)-এর সদস্যদের কাছে পৌঁছানোর পথে।’
বিবৃতিতে আরও বলা হয়, ‘আশা করা হচ্ছে পরে আরও জিম্মিকে রেড ক্রসের কাছে হস্তান্তর করা হবে এবং তাদের গ্রহণ করতে আইডিএফ প্রস্তুত রয়েছে।’