মঙ্গলবার ১৪ অক্টোবর ২০২৫, আশ্বিন ২৮ ১৪৩২, ২১ রবিউস সানি ১৪৪৭

জাতীয়

ডিএসসিসি’র ২৫ কোটি টাকা আত্মসাৎ : সাবেক সিইওসহ ছয়জনের বিরুদ্ধে দুদকের মামলা

 প্রকাশিত: ২২:১৪, ১৩ অক্টোবর ২০২৫

ডিএসসিসি’র ২৫ কোটি টাকা আত্মসাৎ : সাবেক সিইওসহ ছয়জনের বিরুদ্ধে দুদকের মামলা

ঢাকা, ১৩ অক্টোবর, ২০২৫ (বাসস) : ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের (ডিএসসিসি) বিজ্ঞাপন ফলকের ফি প্রতি বর্গফুট ২০ হাজার টাকা থেকে অযৌক্তিকভাবে ৮০০ টাকায় নামিয়ে এনে ২৫ কোটি টাকার সরকারি রাজস্ব ক্ষতি ও আত্মসাতের অভিযোগে সাবেক প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) খান মোহাম্মদ বিলালসহ ছয়জনের বিরুদ্ধে একটি মামলা দায়ের করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

আজ সোমবার দুদকের জনসংযোগ বিভাগের সহকারী পরিচালক মো. তানজির আহমেদ এ তথ্য জানিয়েছেন।

দুদকের প্রধান কার্যালয়ের সহকারী পরিচালক মো. রুবেল হাসান বাদী হয়ে সোমবার (১৩ অক্টোবর) সমন্বিত জেলা কার্যালয়, ঢাকা-১ এ মামলা দায়ের করেন। মামলাটি দণ্ডবিধির ১০৯/৪০৯ ধারা তৎসহ ১৯৪৭ সালের দুর্নীতি প্রতিরোধ আইন, ৫(২) ধারায় দায়ের করা হয়েছে।

মামলার অন্য আসামিরা হলেন- সাবেক প্রধান রাজস্ব কর্মকর্তা মো. ইউসুফ আলী সরদার, টিসিএল অপটোইলেকট্রনিক্স লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মো. আখতার হামিদ খান, বেস্টওয়ানের স্বত্বাধিকারী মোসা. মমতাজ বেগম, বৈশাখী ট্রেডার্সের স্বত্বাধিকারী মো. গাফফার ইলাহী এবং জি-টেকের স্বত্বাধিকারী সুলতানা দিল আফরোজা।

দুদক জানায়, ২০১৫-১৬ থেকে ২০২০-২১ অর্থবছরের মধ্যে আসামিরা পরস্পর যোগসাজশে ক্ষমতার অপব্যবহার করে ডিএসসিসি’র বিজ্ঞাপন ফলকের নির্ধারিত ফি প্রতি বর্গফুট ২০ হাজার টাকা থেকে কমিয়ে ৮০০ টাকা নির্ধারণ করেন। এর মাধ্যমে সরকারের রাজস্ব ক্ষতি করে মোট প্রায় ২৫ কোটি ১৩ লাখ টাকা আত্মসাৎ করা হয়।

দুদক সূত্র আরও জানায়, মামলাটি কমিশনের অনুমোদনক্রমে দায়ের করা হয়েছে এবং তদন্তকালে অন্য কারো সংশ্লিষ্টতা পাওয়া গেলে তাকেও আইনের আওতায় আনা হবে।