দরাসাতুল মদিনা আফতাবনগরের শিক্ষার্থী উসামা নিখোঁজ
রাজধানীর আফতাবনগর মাদরাসাতুল মদিনা হিফজ বিভাগ থেকে বারো বছর বয়সী আবদুল্লাহ উসামা নামে একজন শিশু হারিয়ে গেছে।
শনিবার (১৩ ডিসেম্বর) সকালে আবদুল্লাহ উসামা আফতাবনগরের বাসা থেকে বের হয়ে নিখোঁজ রয়েছে।
মাদরাসাতুল মদিনা আফতাবনগর এর শিক্ষক মুফতী সাজিদুল ইসলাম জানান, সকালে মাদরাসা থেকে বাসায় এসে অল্প সময় অবস্থান করে। এরপরই সে বাসা থেকে বের হয়ে যায়। পেছনে পেছনে গিয়েও আর তাকে খোঁজে পাওয়া যায়নি।
সন্ধানদাতাকে উপযুক্ত পুরস্কার দেয়া হবে বলেও জানান মুফতি সাজিদ।
মুফতী সাজিদ বলেন, কেউ তার সন্ধান পেলে দয়া করে নিচের নম্বরে জানাবেন।
নিচের যোগাযোগের ঠিকানা দেয়া হলো:- 01632321523, 01319321201
নাম: আবদুল্লাহ উসামা। বয়স ১২। বাবা: মাওলানা আমজাদ হোসাইন।
ঠিকানা: ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটির পূর্ব পাশ, আফতাবনগর, ঢাকা।