আলোচনা সভায় মুফতি আমিনী রহ.-এর আপসহীনতার কথা স্মরণ
সাবেক সংসদ সদস্য ও প্রখ্যাত ইসলামি রাজনীতিবিদ মুফতি ফজলুল হক আমিনী (রহ.)-এর জীবন ও কর্ম নিয়ে এক আলোচনা সভা বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) ব্রাহ্মণবাড়িয়া জেলা শিল্পকলা একাডেমিতে অনুষ্ঠিত হয়েছে।
ইসলামি ছাত্র ফোরাম ব্রাহ্মণবাড়িয়া জেলা শাখার উদ্যোগে আয়োজিত এই অনুষ্ঠানে দেশের শীর্ষস্থানীয় আলেমরা অংশ নেন। মাওলানা আলী আজম কাসেমীর সভাপতিত্বে এবং মাওলানা নাসরুল্লাহ মুয়াজ ও মাওলানা মাহমুদ রিফাতের যৌথ সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন হেফাজতে ইসলামের মহাসচিব আল্লামা শায়েখ সাজিদুর রহমান।
প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন ইসলামি ঐক্যজোটের মহাসচিব মুফতি সাখাওয়াত হুসাইন রাজী। বিশেষ অতিথি ছিলেন জেলা হেফাজতের সাংগঠনিক সম্পাদক মাওলানা গাজী ইয়াকুব উসমানী, ইসলামি ঐক্যজোটের সহ-সাংগঠনিক সম্পাদক মাওলানা ইউসুফ ভূঁইয়া, ব্রাহ্মণবাড়িয়া সাংবাদিক ইউনিয়নের সভাপতি নিয়াজ মুহাম্মদ বিটু, ইসলামি ছাত্র ফোরামের কেন্দ্রীয় অভিভাবক ফোরামের সদস্য মাওলানা খালেদ সিরাজী, মাওলানা সাঈদ সালমান, মাওলানা ইফতেখার জামিল, মাওলানা দেলোয়ার মাহদি ও জেলা ছাত্র ফোরামের আহ্বায়ক তারেক জামিল,ওলিউল্লাহ নাসির,নাঈম মোল্লা প্রমুখ।
অনুষ্ঠানে আল্লামা শায়েখ সাজিদুর রহমান বলেন, গত বছর ৫ আগস্ট দেশ স্বাধীন হওয়ার পর ইসলামি ঘরানার দলগুলোর সঙ্গে যোগাযোগ করে আমরা ঐক্যের আহ্বান জানিয়েছিলাম। তখন প্রত্যাশিত সাড়া না মিললেও আশা করছি ভবিষ্যতে আমাদের পারস্পরিক ঐক্য আরও সুদৃঢ় হবে।
বক্তারা মুফতি ফজলুল হক আমিনী (রহ.)-এর রাজনৈতিক দূরদর্শিতা, ধর্মীয় নেতৃত্ব ও দেশের জন্য তার আপসহীন ভূমিকার কথা স্মরণ করেন।