শনিবার ১৩ ডিসেম্বর ২০২৫, অগ্রাহায়ণ ২৯ ১৪৩২, ২২ জমাদিউস সানি ১৪৪৭

ব্রেকিং

ওমান উপসাগরে ট্যাঙ্কার জব্দ, বাংলাদেশিসহ ১৮ ক্রুকে আটক করেছে ইরান হাদিকে গুলির পেছনে ‘বিরাট শক্তি’, ঐক্যবদ্ধ থাকার ঘোষণা রাজনৈতিক দলগুলোর হাদির আততায়ীকে ধরিয়ে দিতে ৫০ লাখ টাকা পুরস্কার ঘোষণা হাদির পরিবারের সঙ্গে প্রধান উপদেষ্টার সাক্ষাৎ, সর্বোত্তম চিকিৎসার আশ্বাস বিএনপির ৩১ দফায় জুলাই যোদ্ধাদের অধিকার যুক্ত করাসহ ৫ দাবি ২৫ ডিসেম্বর নতুন গণতান্ত্রিক জোয়ারের সূচনা হবে: আমীর খসরু জামায়াতে যোগ দিলেন বিএনপির সাবেক এমপি আখতারুজ্জামান মেসির কাছে ক্ষমা চাইলেন মমতা, সল্টলেকের ঘটনায় তদন্ত কমিটি গঠন ব্রাজিলের বিচারকের ওপর যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা প্রত্যাহার জাতিসংঘ: পশ্চিম তীরে ইসরাইলি বসতি ২০১৭ সালের পর সর্বোচ্চ যুদ্ধবিরতির আহ্বানের পরও থাইল্যান্ডের বোমাবর্ষণ: কম্বোডিয়া

শিক্ষা

পাঁচ দিনব্যাপী নওগাঁয় কাব-ক্যাম্পুরী শুরু

 প্রকাশিত: ১৭:২৭, ১৩ ডিসেম্বর ২০২৫

পাঁচ দিনব্যাপী নওগাঁয় কাব-ক্যাম্পুরী শুরু

জেলার রাণীনগর উপজেলায় ৭ম বারের মতো পাঁচ দিনব্যাপী কাব-ক্যাম্পুরী শুরু হয়েছে।

উপজেলা স্কাউটস্ অফিসের আয়োজনে আজ সকালে রাণীনগর উচ্চ বালিকা বিদ্যালয় প্রাঙ্গণে ক্যাম্পুরীর আনুষ্ঠানিক উদ্বোধন করেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা রাকিবুল হাসান।

উপজেলা স্কাউটসের কমিশনার মিজানুর রহমানের সভাপতিত্বে ও সম্পাদক আবু সাঈদ প্রামাণিকের সঞ্চালনায় এ অনুষ্ঠনে উপস্থিত ছিলেন, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আশরাফুল ইসলাম, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোসারব হোসেন, বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মনোয়ার হোসেন তোতা, সাংগঠনিক সম্পাদক মেজবাউল হক লিটন, উপজেলা জামায়াতে আমির মোস্তফা ইবনে আব্বাস, সাংবাদিক হারুনুর রশিদসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

আয়োজকরা জানান, উপজেলার ৩৫টি প্রাথমিক বিদ্যালয়ের ২০০জন শিক্ষার্থী এ ক্যাম্পুরীতে অংশগ্রহণ করছে। স্কাউটস কর্মকান্ডের প্রতি শিক্ষার্থীদের আগ্রহী করে তোলার লক্ষ্যে এই কাব ক্যাম্পুরী অনুষ্ঠিত হচ্ছে। 
তারা আরো জানান, এ ক্যাম্পুরীর মাধ্যমে শিক্ষার্থীরা আনন্দ সকাল, গুছিয়ে রাখি, আনন্দ মেলা, দৃপ্ত কদম, খেলবো মোরা, বন্ধু গড়ি, জানা অজানা, আমরাও পারি ও তাঁবু জলসার কার্যক্রম হাতে কলমে শিখতে পারবে। আগামী ১৫ ডিসেম্বর এই কাব ক্যাম্পুরীর সমাপনি অনুষ্ঠিত হবে।