আত্মশুদ্ধি মুমিন জীবনের অমূল্য পাথেয়
প্রত্যেক নামাজের জন্য সদকা করল, এতে তার নামাজ ত্যাগের পাপ মোচন হবে না। কারো অধিকার বিনষ্ট করেছেন এবং বিপরীতে রোজা রেখে তা মিটিয়ে ফেলতে চাচ্ছেন, এতে গুনাহ মাফ হবে না।
শরিয়ত কিছু গুনাহের প্রতিবিধান হিসেবে কিছু নেক আমল ঘোষণা করেছে। এসব গুনাহের প্রতিবিধান এভাবেই করতে হবে। যেমন কেউ কসম ভঙ্গ করলে সে কাফফারা দেবে, ফজরের সময় চোখ খোলেনি—হাদিসের ভাষ্যানুসারে ঘুম ভাঙ্গার সঙ্গে নামাজ আদায় করে নেবে। কিছু গুনাহ এমন যার সুনির্দিষ্ট কোনো প্রতিবিধান নেই। যেমন মুখ থেকে মিথ্যা বের হয়ে গেল। সঙ্গে সঙ্গে তাওবা করে না, কিছু সদকা কোরো এবং কোনো নেক আমল করে নাও ক্ষমাকারী আল্লাহ অত্যন্ত দয়ালু।