যে সব খাবার খেতে পছন্দ করতেন নবীজি সা.
প্রিয় নবী মুহাম্মদ সা.-কে অনুকরণ ও অনুসরণের মধ্যেই রয়েছে উভয় জাহানে শান্তি ও সফলতা। আল্লাহতাআলা বলেন, ‘তোমাদের জন্য আল্লাহর রাসুলের মধ্যে রয়েছে উত্তম আদর্শ।’ (সুরা আহজাব : ২১)
স্বাস্থ্য অমূল্য সম্পদ। স্বাস্থ্যকে ভালো রাখতে চাইলে এর প্রতি যত্নবান হতে হবে। নবীজি সা. নিজের সুস্থতার প্রতি যত্নশীল ছিলেন। এ জন্য তিনি নিয়ম মেনে চলতেন।
বিভিন্ন হাদিসে নবীজির পছন্দের খাবারের কথা এসেছে।
নবীজি সা. যেসব খাবার পছন্দ করতেন -
১.খেজুর
২. কিসমিস
৩.আঙ্গুর
৪ ড্রাগন ফল
নবী করিম সা. এর প্রিয় ফল ছিল খেজুর। খেজুর যেমন সুস্বাদু তেমনি পুষ্টিগুণে অপরিসীম। হযরত আবদুল্লাহ ইবনে সালাম রা. থেকে বর্ণিত, আমি রাসূল সা.-কে বার্লির এক টুকরো রুটির ওপর একটি খেজুর রাখতে দেখেছি। তারপর বলেছেন, ‘এটিই সালন-মসলা।’ (আবু দাউদ: ৩৮৩০)।
অন্য হাদিসে আছে, প্রিয়নবী সা. বলেছেন, ‘যে বাড়িতে খেজুর নেই, সে বাড়িতে কোনো খাবার নেই।’ এমনকি প্রিয়নবী সা. সন্তান প্রসবের পর প্রসূতি মাকেও খেজুর খাওয়ার পরামর্শ দিয়েছেন। খেজুরে রয়েছে খনিজ লবণের উপাদান যা শরীর সতেজ রাখে।