বৃহস্পতিবার ০৪ ডিসেম্বর ২০২৫, অগ্রাহায়ণ ২০ ১৪৩২, ১৩ জমাদিউস সানি ১৪৪৭

ব্রেকিং

খালেদা জিয়াকে নেওয়া হবে লন্ডনে সজীব ওয়াজেদ জয়ের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি তেলের দাম বাড়ানো ব্যবসায়ীদের ‘কারণ দর্শাও’ নোটিস দিয়ে বৈঠকে ডেকেছে সরকার তফসিলের আগে ১০ ডিসেম্বর রাষ্ট্রপতির সঙ্গে ইসির সাক্ষাৎ গাজা থেকে ফেরত আসা থাই জিম্মির মরদেহ শনাক্ত ট্রাম্পের মধ্যস্থতায় চুক্তি সত্ত্বেও পূর্ব কঙ্গোয় সহিংসতা অব্যাহত। লিভ টু আপিল খারিজ, অন্তর্বর্তী সরকারের শপথ বৈধ খালেদা জিয়ার জন্য শুক্রবার দোয়া ও প্রার্থনার আহ্বান সরকারের ঘন কুয়াশা-কনকনে ঠান্ডায় স্থবির কুড়িগ্রাম আবার ভূমিকম্প, কাঁপল ঢাকাসহ বিভিন্ন এলাকা গাজায় ইসরায়েলি হামলায় দুই শিশুসহ ৭ ফিলিস্তিনি নিহত ফিলিস্তিনের গাজায় গণবিয়ের আয়োজন আমরা সোমালি অভিবাসীদের চাই না`: ট্রাম্প হংকংয়ে অগ্নিকাণ্ডে নিহতের সংখ্যা বেড়ে ১৫৯

জাতীয়

যশোরে কোটি টাকার ১০টি সোনার বারসহ আটক ২

 প্রকাশিত: ১৫:২৯, ৪ ডিসেম্বর ২০২৫

যশোরে কোটি টাকার ১০টি সোনার বারসহ আটক ২

যশোরে দশটি সোনার বারসহ দুই জনকে আটক করা হয়েছে বলে জানিয়েছে বিজিবি।

বিজিবি যশোরের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল সাইফুল্লাহ্ সিদ্দিকী এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানান, গোপন সংবাদের ভিত্তিতে যশোর-ঝিনাইদহ সড়কের মুরাদগড় বাসস্ট্যান্ড এলাকা থেকে বৃহস্পতিবার সকালে তাদের আটক করা হয়।

তারা হলেন- চুয়াডাঙ্গা দামুড়হুদা উপজেলার দক্ষিণ চাঁদপুর গ্রামের আবুল কালামের ছেলে ফরিদুল ইসলাম (২৮) ও ঝিনাইদহ মহেশপুর উপজেলার বাজিপোতা গ্রামের আব্দুল লতিফের ছেলে মাহাফুজ আলম (৩১)।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, মুরাদগড় বাসস্ট্যান্ড এলাকায় অভিযান চালায় বিজিবি। এ সময় দুজনকে আটক করে তল্লাশি চালানো হয়। তখন তাদের প্যান্টের পকেটে কৌশলে লুকানো দশটি সোনার বার পাওয়া যায়। এক কেজি ১৬৪ গ্রাম ওজনের উদ্ধার করা ওই সোনার মূল্য ২ কোটি ১১ লাখ ১৯ হাজর ২৪৪ টাকা।

লেফটেন্যান্ট কর্নেল সাইফুল্লাহ্ বলেন, আটক দুজন প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানিয়েছেন, তারা ঢাকার তাঁতিবাজার থেকে সোনার বারগুলো নিয়ে এসেছিলেন চৌগাছা সীমান্ত দিয়ে ভারতে পাচারের জন্য।

তাদের যশোর কোতোয়ালি থানায় সোপর্দ করা হয়েছে বলে জানান তিনি।