যশোরে কোটি টাকার ১০টি সোনার বারসহ আটক ২
যশোরে দশটি সোনার বারসহ দুই জনকে আটক করা হয়েছে বলে জানিয়েছে বিজিবি।
বিজিবি যশোরের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল সাইফুল্লাহ্ সিদ্দিকী এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানান, গোপন সংবাদের ভিত্তিতে যশোর-ঝিনাইদহ সড়কের মুরাদগড় বাসস্ট্যান্ড এলাকা থেকে বৃহস্পতিবার সকালে তাদের আটক করা হয়।
তারা হলেন- চুয়াডাঙ্গা দামুড়হুদা উপজেলার দক্ষিণ চাঁদপুর গ্রামের আবুল কালামের ছেলে ফরিদুল ইসলাম (২৮) ও ঝিনাইদহ মহেশপুর উপজেলার বাজিপোতা গ্রামের আব্দুল লতিফের ছেলে মাহাফুজ আলম (৩১)।
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, মুরাদগড় বাসস্ট্যান্ড এলাকায় অভিযান চালায় বিজিবি। এ সময় দুজনকে আটক করে তল্লাশি চালানো হয়। তখন তাদের প্যান্টের পকেটে কৌশলে লুকানো দশটি সোনার বার পাওয়া যায়। এক কেজি ১৬৪ গ্রাম ওজনের উদ্ধার করা ওই সোনার মূল্য ২ কোটি ১১ লাখ ১৯ হাজর ২৪৪ টাকা।
লেফটেন্যান্ট কর্নেল সাইফুল্লাহ্ বলেন, আটক দুজন প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানিয়েছেন, তারা ঢাকার তাঁতিবাজার থেকে সোনার বারগুলো নিয়ে এসেছিলেন চৌগাছা সীমান্ত দিয়ে ভারতে পাচারের জন্য।
তাদের যশোর কোতোয়ালি থানায় সোপর্দ করা হয়েছে বলে জানান তিনি।