বৃহস্পতিবার ০৪ ডিসেম্বর ২০২৫, অগ্রাহায়ণ ২০ ১৪৩২, ১৩ জমাদিউস সানি ১৪৪৭

ব্রেকিং

খালেদা জিয়াকে নেওয়া হবে লন্ডনে সজীব ওয়াজেদ জয়ের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি তেলের দাম বাড়ানো ব্যবসায়ীদের ‘কারণ দর্শাও’ নোটিস দিয়ে বৈঠকে ডেকেছে সরকার তফসিলের আগে ১০ ডিসেম্বর রাষ্ট্রপতির সঙ্গে ইসির সাক্ষাৎ গাজা থেকে ফেরত আসা থাই জিম্মির মরদেহ শনাক্ত ট্রাম্পের মধ্যস্থতায় চুক্তি সত্ত্বেও পূর্ব কঙ্গোয় সহিংসতা অব্যাহত। লিভ টু আপিল খারিজ, অন্তর্বর্তী সরকারের শপথ বৈধ খালেদা জিয়ার জন্য শুক্রবার দোয়া ও প্রার্থনার আহ্বান সরকারের ঘন কুয়াশা-কনকনে ঠান্ডায় স্থবির কুড়িগ্রাম আবার ভূমিকম্প, কাঁপল ঢাকাসহ বিভিন্ন এলাকা গাজায় ইসরায়েলি হামলায় দুই শিশুসহ ৭ ফিলিস্তিনি নিহত ফিলিস্তিনের গাজায় গণবিয়ের আয়োজন আমরা সোমালি অভিবাসীদের চাই না`: ট্রাম্প হংকংয়ে অগ্নিকাণ্ডে নিহতের সংখ্যা বেড়ে ১৫৯

শিক্ষা

বান্দরবানে প্রতিবন্ধী ব্যক্তিদের মাঝে হুইলচেয়ার ও কম্বল বিতরণ

 প্রকাশিত: ১৫:৪১, ৪ ডিসেম্বর ২০২৫

বান্দরবানে প্রতিবন্ধী ব্যক্তিদের মাঝে হুইলচেয়ার ও কম্বল বিতরণ

জেলায় নানা আয়োজনে প্রতিবন্ধী দিবস পালিত হয়েছে। আজ ৩ ডিসেম্বর ৩৪তম আন্তর্জাতিক ও ২৭তম জাতীয় প্রতিবন্ধী দিবস। দিবসটি উপলক্ষে বান্দরবানে প্রতিবন্ধী ব্যক্তিদের মাঝে হুইলচেয়ার ও কম্বল বিতরণ করা হয়।

বান্দরবানের জেলা প্রশাসক শামীম আরা রিনি আজ সকালে জেলা প্রশাসকের কার্যালয় প্রাঙ্গণে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে জেলার প্রতিবন্ধী ব্যক্তিদের মাঝে হুইলচেয়ার ও কম্বল বিতরণ করেন। 

এর আগে পার্বত্য জেলা পরিষদ, বান্দরবান জেলা প্রশাসন ও জেলা সমাজসেবা কার্যালয়ের  যৌথ উদ্যোগে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়। পরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

আলোচনা সভায় পৌর প্রশাসক এসএম মঞ্জুরুল হক, অতিরিক্ত জেলা প্রশাসক আবু তালেব, অতিরিক্ত পুলিশ সুপার জিনিয়া চাকমা, জেলা সমাজসেবা কার্যালয়ের উপপরিচালক মিলটন মুহুরী, সমাজসেবা কর্মকর্তা শফিকুর রহমান ও সত্যজিৎ মজুমদার, বান্দরবান প্রেস ক্লাবের সভাপতি আমিনুল ইসলাম বাচ্চুসহ সরকারি-বেসরকারি কর্মকর্তা, প্রতিবন্ধী ব্যক্তি, অভিভাবক, বিভিন্ন সামাজিক সংগঠনের প্রতিনিধি ও স্বেচ্ছাসেবীরা উপস্থিত ছিলেন।

জেলা প্রশাসক শামীম আরা রিনি বলেন, ‘প্রতিবন্ধী ব্যক্তিদের সামাজিক অন্তর্ভুক্তি, অধিকার প্রতিষ্ঠা ও দক্ষতা উন্নয়নে সরকারের পাশাপাশি সমাজের সব শ্রেণির মানুষকে এগিয়ে আসতে হবে। দেশের উন্নয়ন যাত্রায় প্রতিবন্ধী ব্যক্তিরাও সমানভাবে সক্ষম, এমন দৃষ্টিভঙ্গি সবার মধ্যে গড়ে তুলতে হবে।’

জেলা সমাজসেবা কার্যালয়ের উপপরিচালক মিলটন মুহুরী বলেন, ‘সরকার প্রতিবন্ধী ব্যক্তিদের জন্য ভাতা, শিক্ষা সহায়তা, দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ ও পুনর্বাসন সেবাসহ নানামুখী উদ্যোগ বাস্তবায়ন করছে। সমাজসেবা কার্যালয়ের পক্ষ থেকে এসব উদ্যোগ ভবিষ্যতেও অব্যাহত থাকবে।’