মঙ্গলবার ০২ ডিসেম্বর ২০২৫, অগ্রাহায়ণ ১৭ ১৪৩২, ১১ জমাদিউস সানি ১৪৪৭

ব্রেকিং

এবার সাবেক চেয়ারম্যানের বিরুদ্ধে অনুসন্ধানে নামছে দুদক একনেকে জুলাই শহীদ পরিবারের আবাসনসহ ১৭ প্রকল্প অনুমোদন ডেঙ্গুতে আরও ২ জনের মৃত্যু আদালতের রায়কে ‘প্রহসন’ বললেন টিউলিপ তারেক রহমানের ফেরায় বাধা থাকলে সর্বোচ্চ সহযোগিতা করা হবে: আসিফ নজরুল কেমন আছেন খালেদা জিয়া? ‘বিভ্রান্ত না হওয়ার’ আহ্বান ফখরুলের খালেদার জন্য চিকিৎসকরা আপ্রাণ চেষ্টা করছেন: ফখরুল খালেদা জিয়ার অবস্থার উন্নতি, নিচ্ছেন তরল খাবার আন্দোলনে শিক্ষকরা, অধিকাংশ সরকারি স্কুলে হচ্ছে না বার্ষিক পরীক্ষা ফেব্রুয়ারির প্রথমার্ধেই নির্বাচন: প্রেস সচিব বিএনপিতে যোগ দিলেন রেজা কিবরিয়া রেহানার প্লট দুর্নীতি: খুশি নন খুরশীদের আইনজীবী, দুদকও অসন্তুষ্ট বাংলাদেশে প্লট দুর্নীতিতে দোষী সাব্যস্ত ব্রিটিশ এমপি টিউলিপ এশিয়ার বন্যার্তদের সহায়তায় সেনাবাহিনী, মৃতের সংখ্যা প্রায় ১,০০০ হাসিনার ৫ রেহানার ৭ ও টিউলিপের ২ বছর কারাদণ্ড

ইসলাম

পীর সাহেব চরমোনাইয়ের বক্তব্য অসত্য ও বিভ্রান্তিকর: জমিয়ত

 প্রকাশিত: ২৩:৩৭, ১ ডিসেম্বর ২০২৫

পীর সাহেব চরমোনাইয়ের বক্তব্য অসত্য ও বিভ্রান্তিকর: জমিয়ত

চরমোনাইয়ের মাহফিলে শুক্রবার (২৮ নভেম্বর) ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম পীর সাহেব চরমোনাই ইসলামি দলগুলোর ঐক্য ভাঙার জন্য জমিয়তকে দায়ী করে যে বক্তব্য দিয়েছেন এর প্রতিবাদ ও নিন্দা জানিয়েছে জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ। পীর সাহেবের এই বক্তব্যকে অসত্য ও বিভ্রান্তিকর বলে দাবি করেছেন জমিয়তের শীর্ষ নেতারা।

শনিবার (২৯ নভেম্বর) গণমাধ্যমে পাঠানো এক যৌথ বিবৃতিতে দলের সভাপতি মাওলানা উবায়দুল্লাহ ফারুক, সিনিয়র সহ-সভাপতি মাওলানা আব্দুর রব ইউসুফী ও মহাসচিব মাওলানা মঞ্জুরুল ইসলাম আফেন্দী পীর সাহেবের বাস্তবতাবিবর্জিত এই বক্তব্যের নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বলেন, একটি রাজনৈতিক দলের সর্বোচ্চ পদে থেকে পীর পরিচয় বহন করে এ রকম নির্জলা মিথ্যাচারে আমরা বিস্মিত ও হতবাক হয়েছি।

নেতৃবৃন্দ বিবৃতিতে বলেন, সমমনার ফোরামে কোনোরকম আলোচনা ছাড়াই ইসলামী আন্দোলন যখন পিআর ইস্যুকে সামনে নিয়ে আসে এবং এই দাবিতে সমমনার কনসেপ্টের বাইরে গিয়ে যখন তারা সোহরাওয়ার্দী উদ্যানে এক দল আরেক দলের সাথে মিলে প্রোগ্রাম করে, তখন থেকে জমিয়ত সমমনার লিয়াজোঁ কমিটির মিটিংয়ে অংশগ্রহণ করা থেকে বিরত থাকে। কারণ পিআর আর এক বাক্স ফর্মুলা একটি অপরটির সাথে সম্পূর্ণ রূপে সাংঘর্ষিক। বিএনপি কিংবা জামায়াত কোনো দিকেই ধাবিত না হওয়ার সিদ্ধান্ত থাকার পরেও সমমনার ফোরামে কোনো রকম আলোচনা ও ফয়সালা ছাড়াই এই পিআর ইস্যুতে এক দলের দলীয় প্রোগ্রামে আরেক দলের সদলবলে অংশগ্রহণকে আমরা আমাদের সাথে রাজনৈতিক প্রতারণা মনে করেছি, সঙ্গত কারণেই প্রতিবাদের অংশ হিসেবে লিয়াজোঁ কমিটির বৈঠকে উপস্থিত হওয়া থেকে আমরা বিরত থেকেছি। এর আগ পর্যন্ত অর্থাৎ কালভার্ট রোডস্থ খেলাফত মজলিসের অফিসে অনুষ্ঠিত লিয়াজোঁ কমিটির সর্বশেষ বৈঠকে আমাদের অংশগ্রহণ ছিল, এরপরের বৈঠকটি অনুষ্ঠিত হয় সোহরাওয়ার্দীর সমাবেশের পর বাংলাদেশ নেজামে ইসলাম পার্টির অফিসে, সেই বৈঠকে আমরা উপস্থিত হইনি। সুতরাং এই বাস্তবতার পরেও ধর্মীয় মাহফিলের ভাবগাম্ভীর্যের কোনো তোয়াক্কা না করে একজন দলীয় প্রধানের এমন অসত্য ও বিভ্রান্তিকর বক্তব্য প্রদান জাতির সাথে দস্তুরমত তামাশা করার শামিল এবং এটা রাজনৈতিক শিষ্টাচারবহির্ভূত আচরণও বটে।

জমিয়ত নেতৃবৃন্দ আরও বলেন, রাজনীতিতে মতপার্থক্য থাকতে পারে কিন্তু এমন অবাস্তব ও অসত্য কথা বলে রাজনৈতিক অঙ্গনে তিক্ত অবস্থা তৈরি করা মোটেই কাম্য নয়। দেশের মানুষ জানে যে, হযরত হাফেজ্জী হুজুর রহ. এর নির্বাচন থেকে শাপলা ট্রাজেডি পর্যন্ত ঐতিহাসিকভাবে জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ অতীতে ঐক্যের প্রশ্নে কতটা আন্তরিক ছিল? আর কে কতটা অনাগ্রহী ছিল?

 

কারো সাথে জোটে থাকা আরো কারো নেতৃত্বে জোটে থাকা কখনোই এক সমান নয় উল্লেখ করে জমিয়ত নেতৃবৃন্দ বলেন, অন্যের কাঁধে দোষ চাপানোর আগে দয়া করে আয়নায় নিজের অতীত চেহারাটা একবার দেখুন।