সোমবার ০৮ ডিসেম্বর ২০২৫, অগ্রাহায়ণ ২৩ ১৪৩২, ১৭ জমাদিউস সানি ১৪৪৭

ব্রেকিং

এনসিপিসহ তিন দলের ‘গণতান্ত্রিক সংস্কার জোট’ যেকোনো মূল্যে দুর্নীতির লাগাম টানতে হবে: তারেক রহমান ‘রাষ্ট্রের ২৪ কোটি টাকা ক্ষতি’, সাবেক রাষ্ট্রপতি আবদুল হামিদের বিরুদ্ধে অনুসন্ধানে দুদক রোজা ও পূজা বিতর্ক: শিশির মনিরের বিরুদ্ধে মামলা ডিজির সঙ্গে তর্ক: নিঃশর্ত ক্ষমা চাইলেন সেই চিকিৎসক মার্কিন নাগরিকের সেই মামলায় শওকত মাহমুদ আটক চলতি সপ্তাহেই জাতীয় নির্বাচন ও গণভোটের তফসিল: নির্বাচন কমিশন ধর্মের নামে দেশে ‘বিভাজন তৈরির চেষ্টা চলছে’: মির্জা ফখরুল কওমি মাদরাসার স্বীকৃত ডিগ্রিধারীরা কাজী হতে পারবেন রংপুরে মুক্তিযোদ্ধা ও স্ত্রীকে গলা কেটে হত্যা চীনা সামরিক বিমানের রাডার লকে ক্ষুব্ধ টোকিও ‘মিনেসোটা প্রোটোকল’ মেনেই জুলাই শহীদদের শনাক্ত করা হবে: সিআইডি মেসির জাদুতে মায়ামির বাজিমাত, ঘরে তুলল প্রথম এমএলএস কাপ ভারতের গোয়ায় নাইটক্লাবে অগ্নিকাণ্ডে ২৩ জনের মৃত্যু

খেলা

জাতীয় এ্যামেচার র‌্যাংকিং টুর্নামেন্টে চ্যাম্পিয়ন

 প্রকাশিত: ০০:১৬, ৮ অক্টোবর ২০২৫

জাতীয় এ্যামেচার র‌্যাংকিং টুর্নামেন্টে চ্যাম্পিয়ন

ঢাকা, ৭ অক্টোবর ২০২৫ (বাসস) : জাতীয় এ্যামেচার র‌্যাংকিং টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হয়েছেন সোনিয়া আক্তার ও আবু বকর সিদ্দিক। বাংলাদেশ গলফ ফেডারেশন আয়োজিত তিন দিনব্যাপী এই টুর্নামেন্টে অংশ নেন সারা দেশের ১৭টি গলফ ক্লাবের ৭২ জন এ্যামেচার গলফার। 

পুরুষ এককে চ্যাম্পিয়ন সৈনিক আবু বকর সিদ্দিক পারের চেয়ে ৫ শট বেশি খেলে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেন। নারী এককে বাজিমাত করে দিয়েছেন সৈনিক সোনিয়া আক্তার। 

কুর্মিটোলা গলফ ক্লাবে আজ বিকাল সাড়ে চারটায় সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বিজয়ীদের হাতে পুরষ্কার তুলে দেন বাংলাদেশ গলফ ফেডারেশনের কার্যনিবার্হী কমিটির সদস্য ও টুর্নামেন্ট কমিটির চেয়ারম্যান ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আনিসুজ্জামান, বীর প্রতীক। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ গলফ ফেডারেশনের অর্গানাইজিং কমিটির ভাইস চেয়ারম্যান ব্রিগেডিয়ার জেনারেল (অব.) মো. সানাউল হক। 

শিরোপা জয়ের পর আবু বকর সিদ্দিক বলেন, ‘আমার স্বপ্ন অনেক বড় গলফার হওয়া। এরপর আমি পেশাদার হব। তখন যেন বাংলাদেশের পতকা বহন করতে পারি। গলফার হিসেবে দেশের সম্মান বয়ে আনতে পারি।’

নারী এককে চ্যাম্পিয়ন সোনিয়া আক্তার বলেন, ‘খুবই ভালো লাগছে। যেকোনো শিরোপা জয়ই অনেক আনন্দ দেয়। র‌্যাংকিং টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হওয়া অনেক বড় প্রাপ্তি।’