মঙ্গলবার ১১ নভেম্বর ২০২৫, কার্তিক ২৭ ১৪৩২, ২০ জমাদিউল আউয়াল ১৪৪৭

ব্রেকিং

সাক্ষ্যগ্রহণ শেষে রায়ের কাছাকাছি শেখ হাসিনার ‘প্লট দুর্নীতি’ মামলা জুলাই সনদ নিয়ে এখন সিদ্ধান্ত নেবে সরকার: রিজওয়ানা একনেক সভায় ৭ হাজার ১৫০ কোটি টাকার ১২টি উন্নয়ন প্রকল্প অনুমোদন পুরান ঢাকায় নিহত মামুনকে হত্যার চেষ্টা হয়েছিল দুই বছর আগেও ভোজ্যতেলের দাম বাড়ানোর সুপারিশ নির্বাচন পিছিয়ে গেলে দেশের সর্বনাশ হয়ে যাবে: মির্জা ফখরুল পুরান ঢাকায় হাসপাতালের সামনে একজনকে গুলি করে হত্যা এটা ২০০৬ সালের ২৮ অক্টোবর নয়: আওয়ামী লীগকে প্রেস সচিবের হুঁশিয়ারি নিষিদ্ধ আওয়ামী লীগের বিক্ষোভের দিনে ঢাকায় বোমাবাজি রাজধানীতে ভোরে দুই বাসে আগুন ৮ বছর পর ভারত থেকে হিলি বন্দর দিয়ে আপেল আমদানি শুরু সংসদ নির্বাচন: অঞ্চলভেদে থাকবে কমান্ডো বাহিনী, কঠোর বার্তা ইসির আকুর বিল পরিশোধের পর রিজার্ভ ৩১ বিলিয়নে নামলো লতিফ সিদ্দিকীর জামিন বহাল গোপালগঞ্জে দাঁড়িয়ে থাকা ট্রাকের পেছনে মোটরসাইকেলের ধাক্কা, নিহত ২ প্রাথমিক শিক্ষকদের সিদ্ধান্ত বদল, কর্মবিরতি চলবে একুয়াডোরে কারাগারে দাঙ্গার মধ্যে অন্তত ৩১ জনের মৃত্যু

খেলা

লড়াই করে হারল বাংলাদেশ

 প্রকাশিত: ০০:১২, ৮ অক্টোবর ২০২৫

লড়াই করে হারল বাংলাদেশ

ঢাকা, ৭ অক্টোবর ২০২৫ (বাসস) : নারী ওয়ানডে বিশ্বকাপে নিজেদের দ্বিতীয় ম্যাচে জয়ের সম্ভাবনা জাগিয়ে হারল বাংলাদেশ দল। শক্তিশালী ইংল্যান্ডের কাছে ৪ উইকেটে হেরেছে টাইগ্রেসরা। নিজেদের প্রথম ম্যাচে পাকিস্তানের বিপক্ষে ৭ উইকেটে জয় পেয়েছিল বাংলাদেশ।

আজ ভারতের গৌহাটিতে টস হেরে প্রথমে ব্যাট করতে নামা বাংলাদেশকে ২৯ বলে ২৪ রানের সূচনা এনে দেন দুই ওপেনার রুবাইয়া হায়দার ও শারমিন আকতার। ৯ বলে ৪ রান করে প্রথম ব্যাটার হিসেবে আউট হন রুবাইয়া।  

প্রথম উইকেট পতনের পর ষষ্ঠ ওভারে ক্রিজে এসে মাত্র ২ বল খেলে খালি হাতে সাজঘরে ফিরেন বাংলাদেশ অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি। 

ক্রিজে সেট হয়ে দলীয় ৫৯ রানে আউট হন শারমিনও। ৬টি চারে ৫২ বলে ৩০ রান করেন তিনি। 

এরপর মিডল অর্ডারের চার ব্যাটার বেশিক্ষণ টিকতে না পারলে ১৩০ রানে সপ্তম উইকেট হারায় বাংলাদেশ। স্বর্ণা আকতার ১০, রিতু মনি ৫, ফাহিমা খাতুন ৭ ও নাহিদা আকতার ১ রানে থামেন।

সতীর্থদের যাওয়া আসার মাঝে এক প্রান্ত আগলে ইংল্যান্ড বোলারদের সামনে লড়াই করেছেন সোবাহানা। চার নম্বরে নেমে ৯২ বল খেলে ২৫ ম্যাচের ওয়ানডে ক্যারিয়ারে প্রথম হাফ-সেঞ্চুরি তুলে নেন সোবাহানা। অর্ধশতকের পর বেশি দূর যেতে পারেননি তিনি। ৮টি চারে ১০৮ বল খেলে ৬০ রানে আউট হন এই ডান-হাতি ব্যাটার। 

দলীয় ১৫৬ রানে অষ্টম ব্যাটার হিসেবে সোবাহানার আউটের পর বাংলাদেশকে লড়াকু সংগ্রহ এনে দিয়েছেন নয় নম্বরে ব্যাট হাতে নামা রাবেয়া। তার মারমুখী ইনিংসের সুবাদে ৪৯.৪ ওভারে ১৭৮ রান করে বাংলাদেশ।

৬টি চার ও ১টি ছক্কায় ২৭ বলে ৪৩ রান নিয়ে অপরাজিত থাকেন রাবেয়া। ২৬ ম্যাচের ওয়ানডে ক্যারিয়ারে এটিই সর্বোচ্চ ব্যক্তিগত রান রাবেয়ার। ইংল্যান্ডের সোপিয়া একলেস্টোন ২৪ রানে ৩ উইকেট নেন। 

জবাবে প্রথম ওভারেই বাংলাদেশকে সাফল্য এনে দেন পেসার মারুফা আকতার। ইনসুইং ডেলিভারিতে ইংল্যান্ড ওপেনার অ্যামি জোন্সকে ১ রানে লেগ বিফোর আউট করেন মারুফা। 

নিজের চতুর্থ ওভারে ইংল্যান্ডের আরেক ওপেনার ট্যামি বিউমন্টকে ১৩ রানে লেগ বিফোর ফাঁদে ফেলেন মারুফা। ২৯ রানে ২ উইকেট পতনে চাপে পড়ে ইংলিশরা। এরপর ৪০ রানের জুটিতে শুরুর চাপ সামাল দেন হেদার নাইট ও অধিনায়ক ন্যাট সিভার ব্রান্ট। 

১৯তম ওভারে নাইট-ব্রান্ট জুটি ভেঙে জোড়া উইকেট তুলে নেন লেগ স্পিনার ফাহিমা খাতুন। ব্রান্টকে ৩২ ও নতুন ব্যাটার সোফিয়া ডাঙ্কলিকে খালি হাতে বিদায় দেন ফাহিমা। 

কিছুক্ষণবাদে আবারও ইংল্যান্ড শিবিরে আঘাত হানেন ফাহিমা। ছয় নম্বরে এমা ল্যাম্বকে ১ রানে আউট করেন তিনি। ফলে ৭৮ রানে ৫ উইকেট হারিয়ে বিপদে পড়ে ইংল্যান্ড। 

১০৬ রানে ইংল্যান্ডের ষষ্ঠ উইকেটের পতন ঘটান বাঁ-হাতি স্পিনার সানজিদা আকতার মেঘলা। এলিস ক্যাপসিকে ২০ রানে বিদায় করে বাংলাদেশকে জয়ের স্বপ্ন দেখান সানজিদা। তখন জয় থেকে ৭৬ রানে দূরে ইংল্যান্ড। আর বাংলাদেশের দরকার ৪ উইকেট। 

কিন্তু সপ্তম উইকেটে ১০০ বলে ৭৯ রানের অবিচ্ছিন্ন জুটিতে বাংলাদেশের জয়ের আশা ধুলিসাৎ করে দেন নাইট ও চার্লি ডিন। নাইট ৮টি চার ও ১টি ছক্কায় ১১১ বলে ৭৯ এবং ডিন ২৭ রানে অপরাজিত থাকেন। 

বাংলাদেশের ফাহিমা ১০ ওভারে ১৬ রানে ৩টি, মারুফা ২ ও সানজিদা ১ উইকেট নেন। 

আগামী ১০ অক্টোবর নিজেদের তৃতীয় ম্যাচে নিউজিল্যান্ডের মুখোমুখি হবে বাংলাদেশ।