বৃহস্পতিবার ০৯ অক্টোবর ২০২৫, আশ্বিন ২৩ ১৪৩২, ১৬ রবিউস সানি ১৪৪৭

আন্তর্জাতিক

এভারেস্টের কাছে তুষারঝড়ে আটকে পড়া সব হাইকার উদ্ধার

 প্রকাশিত: ১৬:২২, ৮ অক্টোবর ২০২৫

এভারেস্টের কাছে তুষারঝড়ে আটকে পড়া সব হাইকার উদ্ধার

এভারেস্টের কাছে তিব্বতের মালভূমিতে তুষারঝড়ে আটকে পড়া প্রায় ১ হাজার হাইকার ও সহায়ক কর্মী নিরাপদে ফিরে এসেছেন। চীনের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম এই তথ্য জানিয়েছে।

বেইজিং থেকে এএফপি জানায়, চীনের পশ্চিম সীমান্তের এই পাহাড়ি অঞ্চলে সাম্প্রতিক বছরগুলোতে পর্যটক বেড়েছে। বুধবার শেষ হতে যাওয়া আট দিনের সরকারি ছুটিতে জনপ্রিয় ট্রেকিং স্পটগুলোতে বহু অভিযাত্রী ভিড় করেন।

কিন্তু সপ্তাহের শেষ দিনে তীব্র তুষারঝড় ক্যাম্পগুলোকে চাপা দেয় এবং যাতায়াতে বিপর্যয় দেখা দেয়। এর ফলে দমকল কর্মী, ঘোড়া, ইয়াক ও ড্রোন ব্যবহার করে বড় আকারের উদ্ধার অভিযান শুরু হয়।

চীনের রাষ্ট্রীয় বার্তা সংস্থা সিনহুয়া মঙ্গলবার সন্ধ্যায় জানায়, ‘৫৮০ জন হাইকার এবং ৩০০ জনের বেশি স্থানীয় গাইড ও ইয়াক পালক কাছাকাছি একটি শহরে নিরাপদে পৌঁছেছেন।’

প্রতিবেদনে আরও বলা হয়, ‘স্থানীয় কর্মীরা হাইকারদের ফেরার যাত্রা সুশৃঙ্খলভাবে পরিচালনা করছেন।’

উদ্ধারকারী দল আরও ‘এক ডজনের মতো’ হাইকারকে খাবারসহ একটি নির্ধারিত স্থানে নিয়ে গেছে।

সবাই নিরাপদে ফিরে আসায় চীনের পাহাড়ি অঞ্চলে এই উদ্ধার অভিযান শেষ হয়েছে। তবে হঠাৎ এই চরম আবহাওয়া আশপাশের এলাকায় আরও ক্ষতি বয়ে এনেছে।

রাষ্ট্রীয় সংবাদমাধ্যম সোমবার জানিয়েছে, পার্শ্ববর্তী চিংহাই প্রদেশের পাহাড়ে একজন হাইকার হাইপোথার্মিয়া ও উচ্চতাজনিত অসুস্থতায় মারা গেছেন।

সীমান্ত পার্শ্ববর্তী দেশ নেপাল ও ভারতে ভারী বৃষ্টির কারণে ভূমিধস ও বন্যায় ৭০ জনের বেশি মানুষ মারা গেছেন।

সোমবার কর্মকর্তারা জানান, দুর্গম পাহাড়ি এলাকায় বিচ্ছিন্ন হয়ে পড়া জনগোষ্ঠীর কাছে পৌঁছাতে উদ্ধারকর্মীরা হিমশিম খাচ্ছেন।