মাদ্রিদে ভবন ধসে নিহতের সংখ্যা বেড়ে ৪

জরুরি পরিষেবাগুলো নিখোঁজ থাকা দু’জনের মৃতদেহ উদ্ধার করার পর বুধবার মাদ্রিদের মধ্যাঞ্চলে নির্মাণাধীন ভবন ধসে মৃতের সংখ্যা বেড়ে চারজনে দাঁড়িয়েছে।
মঙ্গলবার গভীর রাতে একটি জনপ্রিয় পর্যটন এলাকা প্লাজা মেয়রের কাছে অবস্থিত ভবনটি আংশিকভাবে ধসে পড়ার কয়েক ঘন্টা পরে সেখানে দু’টি মৃতদেহ পাওয়া গেছে। খবর বার্তাসংস্থা এএফপি’র।
মেয়র হোসে লুইস মার্টিনেজ-আলমেইদা এক্স-এ বলেছেন, বুধবার ভোরে দমকল কর্মীরা বাকি দুজনকে উদ্ধার করেছেন।
তিনি আরও বলেন, ‘এই কঠিন সময়ে আমাদের সমস্ত ভালোবাসা ও সমর্থন তাদের পরিবার, বন্ধুবান্ধব ও সহকর্মীদের প্রতি।’
জরুরি পরিষেবাগুলো জানায় মৃতদের মধ্যে তিনজন পুরুষ ও প্রকল্প তত্ত্বাবধানকারী একজন নারী রয়েছেন।
স্প্যানিশ মিডিয়া জানিয়েছে, শ্রমিকরা মালি, গিনি ও ইকুয়েডরের বাসিন্দা।
আরো তিনজন সামান্য আহত হয়েছে।
ধসের কারণ তদন্ত করা হচ্ছে। প্রাক্তন অফিস ব্লক ভবনটিকে হোটেলে রূপান্তরিত করা হচ্ছিল। টাউন হলের রেকর্ড থেকে দেখা যায় যে, ফেব্রুয়ারি মাসে প্রকল্পটির জন্য অনুমোদন দেওয়া হয়েছিল।