শুক্রবার ০৩ অক্টোবর ২০২৫, আশ্বিন ১৭ ১৪৩২, ১০ রবিউস সানি ১৪৪৭

পর্যটন

বান্দরবানে কেওক্রাডং পর্যটন কেন্দ্র খুলে দেওয়া হয়েছে

 প্রকাশিত: ১৪:৪৩, ২ অক্টোবর ২০২৫

বান্দরবানে কেওক্রাডং পর্যটন কেন্দ্র খুলে দেওয়া হয়েছে

বান্দরবান, অক্টোবর ২০২৫ (বাসস): জেলার রুমা উপজেলার কেওক্রাডং পর্বত পর্যটন  কেন্দ্র পর্যটকদের জন্য আনুষ্ঠানিকভাবে খুলে দেওয়া হয়েছে। এ উপলক্ষে আজ সকালে জেলা প্রশাসনের আয়োজনে বান্দরবান জেলা শহরে এক বর্ণাঢ্য শোভাযাত্রার আয়োজন করা হয়।

বান্দরবানের অতিরিক্ত জেলা প্রশাসক মো. আবু তালেব জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে এ  শোভাযাত্রার উদ্বোধন করেন। এসময় বেলুন উড়িয়ে উৎসবমুখর পরিবেশে কর্মসূচির উদ্বোধন করা হয়। এরপর পর্যটকবাহী গাড়িগুলো সকাল ৯টায় বান্দরবান শহর থেকে কেওক্রাডংয়ের উদ্দেশ্যে রওনা দেয়।

শোভাযাত্রায় জেলা প্রশাসনের কর্মকর্তা, দেশের বিভিন্ন স্থান থেকে আগত পর্যটক, টুরিস্ট পুলিশ ও স্থানীয়রা অংশ নেন। পাহাড়ে সন্ত্রাসবিরোধী অভিযানের কারণে দীর্ঘ ১৮ মাস বন্ধ থাকার পর আবারও পর্যটকদের জন্য খুলে দেওয়া হলো বান্দরবানের রুমা উপজেলার কেওক্রাডং পর্বত পর্যটন কেন্দ্র।