সোমবার ০৮ ডিসেম্বর ২০২৫, অগ্রাহায়ণ ২৩ ১৪৩২, ১৭ জমাদিউস সানি ১৪৪৭

ব্রেকিং

এনসিপিসহ তিন দলের ‘গণতান্ত্রিক সংস্কার জোট’ যেকোনো মূল্যে দুর্নীতির লাগাম টানতে হবে: তারেক রহমান ‘রাষ্ট্রের ২৪ কোটি টাকা ক্ষতি’, সাবেক রাষ্ট্রপতি আবদুল হামিদের বিরুদ্ধে অনুসন্ধানে দুদক রোজা ও পূজা বিতর্ক: শিশির মনিরের বিরুদ্ধে মামলা ডিজির সঙ্গে তর্ক: নিঃশর্ত ক্ষমা চাইলেন সেই চিকিৎসক মার্কিন নাগরিকের সেই মামলায় শওকত মাহমুদ আটক চলতি সপ্তাহেই জাতীয় নির্বাচন ও গণভোটের তফসিল: নির্বাচন কমিশন ধর্মের নামে দেশে ‘বিভাজন তৈরির চেষ্টা চলছে’: মির্জা ফখরুল কওমি মাদরাসার স্বীকৃত ডিগ্রিধারীরা কাজী হতে পারবেন রংপুরে মুক্তিযোদ্ধা ও স্ত্রীকে গলা কেটে হত্যা চীনা সামরিক বিমানের রাডার লকে ক্ষুব্ধ টোকিও ‘মিনেসোটা প্রোটোকল’ মেনেই জুলাই শহীদদের শনাক্ত করা হবে: সিআইডি মেসির জাদুতে মায়ামির বাজিমাত, ঘরে তুলল প্রথম এমএলএস কাপ ভারতের গোয়ায় নাইটক্লাবে অগ্নিকাণ্ডে ২৩ জনের মৃত্যু

রাজনীতি

‘আন্দোলন করেছি আমরা আর ক্ষমতায় যাবেন আপনারা, তা হবে না’

 প্রকাশিত: ১০:১৪, ২ অক্টোবর ২০২৫

‘আন্দোলন করেছি আমরা আর ক্ষমতায় যাবেন আপনারা, তা হবে না’

জুলাই আন্দোলনে ইসলামী আন্দোলন বাংলাদেশের নেতাকর্মীরা মাঠে ছিল দাবি করে দলটির সিনিয়র নায়েবে আমির মুফতি সৈয়দ মুহাম্মদ ফয়জুল করীম বলেছেন, আমরা রাস্তায় ছিলাম, আন্দোলন করেছি আমরা আর ক্ষমতায় যাবেন আপনারা, এটি বাংলার মানুষ সহ্য করবে না।

 

বুধবার (১ অক্টোবর) বিকেল সাড়ে ৪টায় পটুয়াখালী শহীদ মিনারের সামনে ইসলামী আন্দোলন বাংলাদেশের আয়োজনে অনুষ্ঠিত বৈষম্যবিরোধী গণসমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

 

মুফতি ফয়জুল করীম বলেন, খালেদা জিয়াকে আপনারা আপসহীন নেত্রী বলেন। অথচ তিনি ১৯৯৬ সালের ১৫ ফেব্রুয়ারি একা একাই নির্বাচন দিয়েছিলেন, যা টেকেনি। সেই ক্ষমতা ছিল মাত্র ১৬ দিন। আবার ৯৬-তে আমরা যখন মানস কন্যাকে নিয়ে আসছিলাম, তখন তিনি লাঠি-বৈঠার মিছিল করেছেন, ওলামায়ে কেরামকে জেলে ঢুকিয়েছেন। ভেবেছেন ফেরাউনের ক্ষমতা পেয়েছেন। ২০০১ সালে বিএনপি আবার ক্ষমতায় এসে খাম্বাকেস ঘটিয়েছে।

 

 

আন্দোলনের সময় অনেক শীর্ষ নেতা মাঠে ছিলেন না দাবি করে তিনি বলেন, তারেক রহমান, ফখরুল ইসলাম আলমগীর, শফিক সাহেব কেউ তখন রাস্তায় ছিলেন না। আন্দোলনের সফলতা না হলে আমরা সাধারণ কর্মীরা কোথায় যেতাম?

 

ক্ষমতাসীন ও বিরোধী উভয় রাজনৈতিক দলকে সমালোচনা করে তিনি বলেন, ‘যারা নৌকা প্রতীকে নির্বাচন করে তারা নৌকা চালাতে পারে না, যারা ধানের শীষে নির্বাচন করে ধান কাটতে পারে না, যারা নাঙ্গল প্রতীকে নির্বাচন করে তারা নাঙ্গল চালাতে পারে না। কিন্তু হাত পাখা এমন একটি মার্কা যে নির্বাচন করলে সেটি ঘোরানো যায়, তাই সমাজে হাত পাখার প্রয়োজন রয়েছে।’

 

আগামী জাতীয় সংসদ নির্বাচন প্রসঙ্গে তিনি বলেন, জুলাই সনদের ভিত্তিতে পিআর পদ্ধতিতে নির্বাচন, লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করা, গণহত্যার বিচার দৃশ্যমান করা এবং বিশেষ ট্রাইব্যুনালে ভারতীয় তাবেদার ও ফ্যাসিবাদের দোসর জাতীয় পার্টি ও ১৪ দলের বিচার করতে হবে। বিচার চলাকালীন তাদের কার্যক্রম নিষিদ্ধ করতে হবে।