শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, বৈশাখ ৫ ১৪৩১, ১০ শাওয়াল ১৪৪৫

ইসলাম

প্রতিষ্ঠানের দায়িত্বশীল ব্যক্তি ক্রয়-বিক্রয় করা সহীহ হবে কি না?

 প্রকাশিত: ১৪:৪৫, ২৫ অক্টোবর ২০২২

প্রতিষ্ঠানের দায়িত্বশীল ব্যক্তি ক্রয়-বিক্রয় করা সহীহ হবে কি না?

১২৬০: প্রশ্ন
আমি দুটি আর্থিক প্রতিষ্ঠানের এম.ডি.-এর দায়িত্বে আছি। অনেক সময় এক প্রতিষ্ঠানের জিনিস অন্য প্রতিষ্ঠানের জন্য ক্রয়-বিক্রয় করতে হয়। যেহেতু আমি উভয় প্রতিষ্ঠানের দায়িত্বশীল, তাই আমি একাই এ সকল ক্রয়-বিক্রয় সম্পন্ন করে থাকি। আমার এ সকল ক্রয়-বিক্রয় সহীহ হচ্ছে কি না?

 

উত্তর:
একই ব্যক্তি পণ্য ক্রয়-বিক্রয়ের জন্য দু’জনের প্রতিনিধি হতে পারে না। কারণ, এ ক্ষেত্রে একটি পণ্যের জন্য একই ব্যক্তির ক্রেতা-বিক্রেতা উভয়ের ভূমিকা পালন করতে হয়। তাই ভবিষ্যতে এ ধরনের ঘটনার সম্মুখীন হলে কোনো এক পক্ষের জন্য অন্য কোনো ব্যক্তিকে প্রতিনিধি বানিয়ে তার সাথে ক্রয়-বিক্রয় সম্পন্ন করবেন।

-আল-মাবসূত সারাখসী ১৯/৩২; বাদায়েউস সানায়ে ৪/৩২২; ফাতাওয়া হিন্দিয়া ৩/২, ৫/২৬৫; রদ্দুল মুহতার ৪/৫২৫; ৫০৪; শরহুল মাজাল্লা ২/২৮-২৯ আল মুগনী : ৭/২৩০ আযযখীরা : ৮/১০

মন্তব্য করুন: