বৃহস্পতিবার ২৯ জানুয়ারি ২০২৬, মাঘ ১৬ ১৪৩২, ১০ শা'বান ১৪৪৭

ব্রেকিং

বিমান দুর্ঘটনায় মহারাষ্ট্রের উপ-মুখ্যমন্ত্রী মারা গেছেন জালিয়াতিতে বাংলাদেশ বিশ্ব চ্যাম্পিয়ন: প্রধান উপদেষ্টা নির্বাচন সামনে রেখে মানবাধিকার সুরক্ষার আহ্বান অ্যামনেস্টির আরেক মামলায় এস আলম ও পি কে হালদারের বিচার শুরু হাদি হত্যা: ফয়সালের ‘ঘনিষ্ঠ সহযোগী’ রুবেল ফের ৩ দিনের রিমান্ডে কূটনৈতিক সম্পর্কে অবনতি হলেও বাংলাদেশে বিদ্যুৎ সরবারহ বাড়িয়েছে আদানি রোডম্যাপ অনুসারে হজের সব কার্যক্রম এগিয়ে যাচ্ছে: ধর্ম উপদেষ্টা ৫০তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষা স্থগিত চেয়ে রিট আবেদন ভারত থেকে বেনাপোলে এল ৫১০ টন চাল, কেজি ৫০ টাকা নিয়োগ সুপারিশ পেলেন সাড়ে ১১ হাজার প্রার্থী, খালি থাকছে এমপিওভুক্ত শিক্ষকের অর্ধলক্ষাধিক পদ শ্রমিক নেতা বাসু হত্যা মামলায় ৫ জনের মৃত্যুদণ্ড জনগণ যাকে নির্বাচিত করবে তার সঙ্গেই কাজ করবে যুক্তরাষ্ট্র সাংবাদিক আনিস আলমগীর এবার দুদকের মামলায় গ্রেপ্তার টেকনাফে পাহাড়ে কাজ করতে যাওয়া ৬ কৃষক ‘অপহৃত’ খালেদা জিয়ার প্রতি শ্রদ্ধা জানাবে ভারতের রাজ্যসভা ভারতে বিমান দুর্ঘটনায় মহারাষ্ট্রের উপমূখ্যমন্ত্রী অজিত পাওয়ার নিহত যুক্তরাষ্ট্রে তীব্র শীতকালীন ঝড়ে ৩৮ জনের মৃত্যু ভেনেজুয়েলার জব্দ অর্থ ছাড়ছে যুক্তরাষ্ট্র ইউক্রেনের যাত্রীবাহী ট্রেনে রাশিয়ার ড্রোন হামলা, নিহত ১২

আন্তর্জাতিক

রুশ ড্রোন হামলায় ইউক্রেনে দক্ষিণে নিহত ৩

 আপডেট: ১১:৫০, ২৯ জানুয়ারি ২০২৬

রুশ ড্রোন হামলায় ইউক্রেনে দক্ষিণে নিহত ৩

ইউক্রেনের দক্ষিণাঞ্চলে রাশিয়ার ড্রোন হামলায় তিন জন নিহত ও অপর একজন আহত হয়েছে। 

অঞ্চলিক গভর্নর বৃহস্পতিবার ভোরে এ তথ্য জানিয়েছেন।

জাপোরিঝঝিয়ার গভর্নর ইভান ফেদোরভ সামাজিক যোগাযোগ মাধ্যম টেলিগ্রামে দেওয়া এক বার্তায় বলেন, ‘দুঃখজনকভাবে এই হামলায় দুই জন নারী ও এক পুরুষ নিহত হয়েছেন। আরেকজন পুরুষ আহত হয়েছেন।’ 

কিয়েভ থেকে বার্তাসংস্থা এএফপি এ খবর জানায়।

অঞ্চলিক গভর্নর ইভান ফেদোরভ আরও বলেন, হামলায় একাধিক বাড়িঘর ধ্বংস হয় ও বিভিন্ন স্থানে আগুন লেগে যায়।

শীতের তীব্রতার মধ্যে ইউক্রেন জুড়ে ধারাবাহিক প্রাণঘাতী হামলা চলছে। এ সব হামলায় বিদ্যুৎ সরবরাহ ব্যাহত হয়েছে। একই সঙ্গে প্রায় চার বছর ধরে চলা সংঘাতের অবসান ঘটাতে কূটনৈতিক তৎপরতাও জোরালো হচ্ছে।

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি জানান, আগামী রোববার আলোচনার পরবর্তী দফা বসতে পারে।

যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও বলেন, চলতি সপ্তাহেই পরবর্তী বৈঠক হবে এবং সেখানে যুক্তরাষ্ট্রের প্রতিনিধিত্ব থাকতেও পারে।

ইউক্রেনীয় কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী, মঙ্গলবার রাত থেকে বুধবার ভোর পর্যন্ত দেশজুড়ে রুশ হামলায় অন্তত ১৬ জন নিহত হন।

এর মধ্যে মঙ্গলবার ইউক্রেনের পূব একটি যাত্রীবাহী ট্রেনে রুশ ড্রোন হামলায় ছয়জনের মৃত্যু হয়।