সাংবাদিক আনিস আলমগীর এবার দুদকের মামলায় গ্রেপ্তার
দুদকের আবেদনে জ্ঞাত আয় বর্হিভূত সম্পদ অর্জনের মামলায় সাংবাদিক আনিস আলমগীরকে গ্রেপ্তার দেখিয়েছে আদালত।
ঢাকার মেট্রোপলিটন সিনিয়র স্পেশাল জজ মো. সাব্বির ফয়েজ বুধবার এ আদেশ দেন।
আনিস আলমগীরের আইনজীবী নাজনীন নাহার এতথ্য জানিয়েছেন।
মামলার তদন্ত কর্মকর্তা দুদকের সহকারী পরিচালক আখতারুজ্জামান গত ২৫ জানুয়ারি আনিস আলমগীরকে এ মামলায় গ্রেপ্তার দেখানোর আবেদন করেন।
আদালত সেদিন আসামির উপস্থিতিতে শুনানির জন্য বুধবার দিন রাখে বলে আনিস আলমগীরের আইনজীবী তাসলিমা জাহান পপি জানান।
গোয়েন্দা পুলিশের একটি দল ১৪ ডিসেম্বর রাতে সাংবাদিক আনিস আলমগীরকে জিজ্ঞাসাবাদের কথা বলে ডিবি কার্যালয়ে নিয়ে যায়।
এরপর মধ্যরাতে ‘জুলাই রেভল্যুশনারি অ্যালায়েন্স’ নামে একটি সংগঠনের সদস্য আরিয়ান আহমেদ ‘রাষ্ট্রের স্থিতিশীলতা নষ্টের ষড়যন্ত্র এবং নিষিদ্ধ সংগঠনকে উসকে দেওয়ার’ অভিযোগে মামলা করেন আনিস আলমগীরসহ চারজনের বিরুদ্ধে।
ওই মামলার অপর আসামিরা হলেন–অভিনেত্রী মেহের আফরোজ শাওন, ফ্যাশন মডেল মারিয়া কিসপট্টা ও উপস্থাপক ইমতু রাতিশ ইমতিয়াজ।
পরদিন ওই মামলায় গ্রেপ্তার দেখিয়ে আনিস আলমগীরকে পাঁচ দিনের রিমান্ডে নেয় পুলিশ। রিমান্ড শেষে ২০ ডিসেম্বর তাকে কারাগারে পাঠানো হয়। তখন থেকে তিনি কারাগারেই আটক রয়েছেন।
এরই মধ্যে গত ১৫ জানুয়ারি জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে আনিস আলমগীরের বিরুদ্ধে মামলা করে দুদক।