৫০তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষা স্থগিত চেয়ে রিট আবেদন
জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের প্রচার চলায় ৫০তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষা স্থগিত চেয়ে রিট আবেদন করেছেন কয়েকজন চাকরিপ্রার্থী।
এই পরীক্ষা ৩০ জানুয়ারি অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।
এনামুল হকসহ চার চাকরিপ্রার্থী বুধবার হাই কোর্টের সংশ্লিষ্ট শাখায় রিটটি দায়ের করেন বলে তাদের আইনজীবী জানিয়েছেন।
রিট আবেদনকারীর আইনজীবী মো. নাজমুস সাকিব বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, বিচারপতি রাজিক-আল-জলিল ও বিচারপতি মো. আনোয়ারুল ইসলামের বেঞ্চে এই আবেদনের শুনানি করবেন।
তিনি বলেন, গণভোটের প্রচার চলায় নির্বাচনকালীন সব পরীক্ষা স্থগিত করার দাবিতে সরকারি কর্ম কমিশনের (পিএসসি) চেয়ারম্যান বরাবর ২০ জানুয়ারি স্মারকলিপি দিয়েছিলেন এনামুল হকসহ একদল চাকরিপ্রার্থী। এতে ফল না পেয়ে তাদের মধ্যে চারজন রিটটি দায়ের করেন।
৩০ জানুয়ারি অনুষ্ঠেয় ৫০তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষা স্থগিত চেয়ে দেওয়া স্মারকলিপি নিষ্পত্তিতে নিষ্ক্রিয়তা কেন আইনগত কর্তৃত্ববহির্ভূত ঘোষণা করা হবে না, তা জানতে চেয়ে রুল চাওয়া হয়েছে রিটের প্রার্থনায়।
আইনজীবী সাকিব বলেন, রিট আবেদনে রুল নিষ্পত্তি না হওয়া পর্যন্ত বিসিএস প্রিলিমিনারি পরীক্ষা স্থগিত চাওয়া হয় এবং তা ৩০ জানুয়ারি থেকে পিছিয়ে ১২ ফেব্রুয়ারির ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের পর নির্ধারণে নির্দেশনা চাওয়া হয়েছে।
জনপ্রশাসন সচিব, পিএসসির চেয়ারম্যান, সচিব, পরীক্ষা নিয়ন্ত্রক ও প্রধান নির্বাচন কমিশনারকে (সিইসি) বিবাদী করা হয়েছে।